শিরোনাম

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০১:৩১ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ উইকেট শিকার করেই প্রতিভার জানান দিলেন রাহি

রাকিব উদ্দীন : ত্রিদেশীয় সিরিজের ৬ষ্ঠ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২৯৩ রানের টার্গেট দাঁড় করিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে চমক হিসেবে জায়গা করা আবু জায়েদ রাহি।

টস জিতে ব্যাট করতে নেমে স্টার্লিং ও পর্টারফিল্ডের দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো সংগ্রহ করে আয়ারল্যান্ড। ম্যাচের দশম ওভারে বালবার্নেকে ফিরিয়ে অভিষেক উইকেট শিকার করেন আবু জায়েদ রাহি। এরপর পর্টারফিল্ডকে ৯৪ রানেই সাঝঘরে ফিরেন রাহি। একের পর এক কেভিন ও ব্রেইন, ভয়ঙ্কর হয়ে উঠা স্টার্লিং ও উইলসনের উইকেট শিকার করেন সদ্য অভিষেক হওয়া এ পেসার।

ভালো সংগ্রহ করলেও রাহির দুর্দান্ত পারফর্মেন্স দেখা গেছে আইরিশদের বিপক্ষে। নিজের অসাধারন পারফর্মেন্সের জানান দিয়ে রাহি বিশ্বকাপ স্কোয়াডের জন্যও নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। হয়তো বিশ্বকাপেও দেখা যাবে এমন ভয়ঙ্কর রাহিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়