শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০১৯, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন সহস্ত্রাধিক অডিট আপত্তি নিষ্পত্তির তাগিদ সরকারি প্রতিষ্ঠান কমিটির

আসাদুজ্জামান সম্রাট : মদ উৎপাদনের সরকারি প্রতিষ্ঠান কেরু এ্যান্ড কোম্পানি গত অর্থবছরে ৫৫ কোটি টাকা লাভ করেছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লাভ করেছে ১ কোটি ৬ লাক ১১ হাজার টাকা করে। খাদ্য ও চিনি শিল্প করপোরেশনের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে লাভজন করতে আরো কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা চিহ্নিত করে মন্ত্রণালয়কে প্রস্তাব দিতে বলেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।

বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোশনের অধীন সচল চিনিকল সমূহের বার্ষিক উৎপাদন, আয়-ব্যয়, লাভ-লোকসান ও ব্যবস্থাপনা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন সচল চিনিকল সমূহের বিদ্যমান অডিট আপত্তি সমূহের উপর বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে কমিটি এক গুচ্ছ সুপারিশ করেছে।

বৈঠকে চিনি শিল্পের আর্থিক ক্ষতি উত্তরণে এবং গুণগত মানসম্পন্ন চিনি উৎপাদনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করে। চিনি শিল্পের বিকাশে প্রয়োজনীয় করণীয় নির্ধারণে সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে মন্ত্রণালয়কে কমিটি সুপারিশ করে। কমিটি চিনির মিলগুলোতে কর্মরত শ্রমিকদের বেতন ও ভাতা যথা সময়ে পরিশোধ করতে সুপারিশ করে।

বৈঠকে জানানো হয় যে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত মোট বাণিজিক অডিট আপত্তির সংখ্যা ১৬২৪টি, সাধরণ আপত্তির সংখ্যা ৬৫২টি, অগ্রিম আপত্তির সংখ্যা ৯১৭টি, খসড়া আপত্তির সংখ্যা ১০টি, সংকুলনভুক্ত আপত্তির সংখ্যা ৪৫টি। অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, ইসমাত আরা সাদেক, নারায়ন চন্দ্র চন্দ, মো. মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. জিল্লুল হাকিম, মুহিবুর রহমান মানিক এবং বিশেষ আমন্ত্রণে মো. মজাহারুল হক প্রধান বৈঠকে অংশ গ্রহণ করেন। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়