শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ১২:১১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০১৯, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতৃত্ব দেন না হয় নেতৃত্ব গ্রহণ করুন বিএনপি নেতাদের কর্ণেল অলি

শিমুল মাহমুদ : বিএনপি জোটকে শক্তিশালী করতে নিজের প্রস্তুতির কথা জানালেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল অলি আহমদ। তিনি বলেন, বিএনপি নেতাদেরকে অনুরোধ করবো আপনারা নেতৃত্ব দেন নাহলে আমাদের নেতৃত্ব গ্রহণ করুন। বুধবার (১৫ মে)দুপুরে জাতীয় প্রেসক্লাবে এলডিপি আয়োজিত ‘মধ্যবর্তী নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি শীর্ষক গোল টেবিল আলোচনা সভায়’ এসব কথা বলেন।

কর্ণেল অলি বলেন, হয় আমাদের হাতকে শক্তিশালী করেন। না হয় আপনাদের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে বলেন, আমরা সেটা করতে রাজি আছি। এতে এলডিপিকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আমার নেতৃত্বে আসতে হবে এটাও বলছি না। আপনাদের মধ্যে যদি কেউ নেতৃত্ব দিতে পারে। তার নেতৃত্বেও আমরা কাজ করতে প্রস্তুত। যার গ্রহণযোগ্যতা রয়েছে জাতির কাছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পক্ষে জেলে থেকে আমাদেরকে নির্দেশ নেওয়া সম্ভব না। তারেক রহমানের পক্ষে লন্ডন থেকে সক্রিয়ভাবে মাঠে থাকাও সম্ভব নয়। সুতরাং আমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে এবং আমি সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।

বিএনপি সংসদের গিয়ে সরকারের বৈধতা দিয়েছে মন্তব্য করে দলটির সাবেক এই নেতা বলেন, আজকে এখানে ২০দলীয় ঐক্যজোটের অনেকে আছেন। আপনাদেরকে অনুরোধ করবো অন্যদিকে তাকানোর সুযোগ নেই। আপনারা এখানে মধ্যবর্তী নির্বাচনকে বিভিন্নভাবে ব্যাখা দেওয়ার চেষ্টা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়