শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ নিষিদ্ধসহ জরিমানা গুনতে হলো মরগানকে

স্পোর্টস ডেস্ক: গতকাল পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের ব্রিস্টলে তৃতীয় ওয়ানডেতে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। সেই সাথে জরিমানাও করা হয়েছে মরগানকে। দলের অধিনায়কের পাশাপাশি জরিমানা করা হয়েছে বাকি সদস্যদেরও।

এদিন নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি ইংল্যান্ড। আইসিসির বেঁধে দেওয়া সময়ের চেয়ে ইনিংস শেষ করতে বেশি সময় লেগেছে ইংল্যান্ডের। যার কারণে নিষিদ্ধ হয়েছেন মরগান। নিষেধাজ্ঞার পাশাপাশি স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানাও গুণতে হয়েছে মরগানকে।

অন্যদিকে মরগ্যান নিষেধাজ্ঞা থেকে বেঁচে যেতে পারতেন যদি না আইসিসি পাকিস্তানের ব্যাটসম্যানদের বাউন্ডারি হাঁকানোর সময় হিসাব না করে। এর আগেও স্লো-ওভার রেটের কবলে পড়েছিলেন ইয়ন মরগ্যান। এই বছরের শুরুতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এটির কবলে পড়েছিলেন এই ইংলিশ অধিনায়ক। এক বছরের মধ্যে দুইবার একই ঘটনা ঘটাতে নিষিদ্ধ হয়েছেন তিনি।

এইদিকে মরগান চতুর্থ ওয়ানডেতে নিষিদ্ধ হলেও সেটি কোন প্রভাব ফেলবে না আইসিসি ক্রিকেট বিশ্বকাপে। আইসিসির নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা, ডিমেরিট পয়েন্ট এগুলো বৈশ্বিক টুর্নামেন্টে গণনা করা হয় না।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের দেওয়া ৩৫৯ রানের টার্গেট তাড়া করেছে ৪ উইকেট হাতে রেখেই। মরগানকে জরিমানার পাশাপাশি তার বাকি সতীর্থদেরও ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়