শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১১:১৪ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতি তিনজনে একজন মহিলা আইনজীবী কর্মক্ষেত্রে যৌন-হয়রানির শিকার হন বলে জানায় বৈশ্বিক এক প্রতিবেদনে

লিউনা হক: প্রতি তিনজনে একজন মহিলা আইনজীবী কর্মক্ষেত্রে যৌন-হয়রানি ও কটু মন্তব্যের শিকার হন বলে জানা যায় বৈশ্বিক এক প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রকাশ করে হলিউডের #মিটু আন্দোলনের সাথে জড়িত একটি আইনী সংস্থা। ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন’র (আইবিএ) জরিপানুযায়ী, ১৩৫ টি দেশের ৬৯৮০ জন মহিলা আইনজীবীর উপর অনলাইন-ভিত্তিক জরিপটিতে কর্মক্ষেত্রে যৌন হয়রানিকে ‘সাধারণ’ এবং কটূক্তিকে ‘বহুপ্রচলিত’ বিষয় হিসেবে মনে করা হয়।

আইবিএ’র প্রেসিডেন্ট হুরাসিও বার্নান্ডেস বলেন, মহিলা আইনজীবীদের নিজস্ব কর্মক্ষেত্র ও কর্ম-নীতিমালা পাওয়া দরকার যাতে করে এসব ভন্ডামি বন্ধ করা যায়।

‘আমি মনে করি প্রতিবেদনটি এই পেশার জন্য একটি সচেতনতামূলক তথ্য হবে’ বলে মুঠোফোনে জানান প্রতিষ্ঠানটির উপদেষ্টা কিরেন পেন্ডার। তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে মহিলা আইনজীবীদের যৌনহয়রানি ও কটূক্তির বিষয়টি ব্যাপকভাবে মানুষের মনে শঙ্কার জন্ম দিয়েছিল। কিন্তু জরিপের ফলাফলটি অত্যন্ত দুঃখজনক।

জরিপে আরো বলা হয়, প্রায় তিন-চতুর্থাংশ যৌন হয়রানির ঘটনা কখনো জানা যায়না। এক মহিলা আইনজীবীর বিবৃতি অনুযায়ী প্রতিবেদনে বলা হয়, উত্তরাধিকারসূত্রে পাওয়া বেশিরভাগ আইনী সংস্থাগুলো পুরুষতান্ত্রিক যা সমস্যাটির মূল কারণ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়