শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে পুরনো মুস্তাফিজকে দেখতে চান ওয়াশিম

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালে অভিষেক হয়ে নিজেকে বিশ্ব ক্রিকেটে জানান দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তারপরে ডাক পেয়েছেন বিদেশের ফ্রাঞ্জাইজি ভিত্তিক লিগ গুলোতেও। কিন্তু লিগ গুলোতে খেলেই ইনজুরিতে পড়ে হারিয়ে পুরনো সেই ছন্দ। আর তাই তাকে আসন্ন বিশ্বকাপে পুরনো ছন্দে দেখতে চান পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম।

২০১৭ সালে কাঁধের ইনজুরিতে পড়ে বোলিংয়ের ছন্দ হারিয়ে ফেলেছেন। সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়া মুস্তাফিজকে থাকতে হয়েছে ছয় মাসের বিশ্রামে। ২০১৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি।

এখনও নিজেকে হারিয়ে খুঁজছেন বাঁহাতি মুস্তাফিজ। নতুন কিংবা পুরনো বলে দুর্দান্ত বোলিং করে দল জেতানো সেই মুস্তাফিজকে বিশ্বকাপে দেখতে চান পাকিস্তানের হয়ে ১৮ টেস্ট খেলা ওয়াসিম। তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলে রয়েছে মুস্তাফিজুর রহমান। বোলিং বৈচিত্র্যের কারণে অনেক নাম কুড়িয়েছেন তিনি ক্রিকেট পাড়ায়। সে স্লোয়ার বাউন্সার করতে সক্ষম, ইয়র্কারও ভালো করে থাকে সে। তবে তার বর্তমান পারফরমেন্স খুবই নাজুক। ভালো করতে পারছে না সে।’

বিশ্বকাপে চেনা রূপে ফিরবেন মুস্তাফিজ প্রত্যাশা করে ওয়াসিম আরও যোগ করেছেন, ‘আশা করছি বিশ্বকাপে সে তার চেনা রুপে ফিরে আসবে এবং শেষ দশ ওভারে বোলিং করতে এসে দুর্দান্ত পারফরম দেখাবে।’

বিশ্বকাপের আগে মুস্তাফিজের ফর্ম বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ দলের জন্য। সব ধরণের দুর্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। চলমান ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন এই পেসার।

উইন্ডিজদের বিপক্ষে ৪ উইকেট নিয়ে কিছুটা হলেও স্বরূপ দেখিয়েছেন মুস্তাফিজ। বিশ্বকাপে আরও ধারালো মুস্তাফিজকে চাইছেন ওয়াসিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়