শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১০:২৮ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় আলোচিত আদিল হত্যায় আটক তিন

মাহফুজ নান্টু : কুমিল্লা মোগলটুলী এলাকায় সদ্য এসএসসি পাশ করা কিশোর আদিল হত্যায় তিন কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত আড়াইটায় জেলার দাউদকান্দি থেকে তাদেরকে আটক করা হয়।

বুধবার বেলা সাড়ে ১২ টায় কোতয়ালী মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায় গত রবিবার রাত সাড়ে ন’টায় আদিল তার দুই বন্ধু হিমেল, রাদিত মোটর দিয়ে যাওয়ার সময় ঈগল গ্যাংয়ের সদস্যদের সাথে তাদের বাইকটি ধাক্কা লাগে। এরপরে কথা কাটাকাটির একপর্যায়ের ঈগল গ্রুপের সদস্য অনিক (১৭) বাসা থেকে বডি এনে আর অন্যরা হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে সদ্য এসএসসি পাশ আদিলকে।

পুলিশ জানায় এ ঘটনার পরেই বিভিন্ন তথ্যর ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ আবু ছালাম মিয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. সালাহ্ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার দাউদকান্দি উপজেলার লক্ষীপুর গ্রাম থেকে খুনের সাথে সরাসরি জড়িত মোগলটুলী এলাকার হোসেন মিয়ার ছেলে অনিক(১৮), একই এলাকার জামালের ছেলে খায়রুল(১৭) কে আটক করে নিয়ে আসার সময় আরেকজন আসামী একই উপজেলার আটপাড়া এলাকায় অবস্থান করছে। এ সময় অভিযান পরিচালনা করে আরেক আসামী জাহিদ (১৭) কেও আটক করে নিয়ে আসা হয়। আসামীরা স্বীকার করে যে তারা হত্যাকান্ডে জড়িত ছিলো। তবে এ হত্যাকাণ্ডে ঠিক কতজন অংশ নিয়েছিলো তা পুলিশ জানাতে পারে নি।

নগরীতে ভয়ংকর কিশোর অপরাধ বেড়েছে। বিষয়টি জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। এ নিয়ে আইনশৃংখলা বাহিনীর অবস্থান বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন বলেন, কিশোর অপরাধ দমনে সবার আগে অভিভাবককে সচেতন হতে হবে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে আপনার সন্তান কোথায়যায়,কার সাথে মিশে। অভিভাবক সচেতন হলে কিশোর অপরাধ অনেকাংশে কমে যাবে।

কিশোর অপরাধের পুলিশের পদক্ষেপের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন বলেন, আমরা সন্ধ্যার পরে নগরীর বিভিন্ন মোড়ে অলি-গলিতে টাউনহলে শিশু কিশোরদের আড্ডা বন্ধ করতে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহলের ব্যবস্থা করেছি। গতকাল মঙ্গলবার আমরা ২৫ জন কে নগরীর অলি-গলি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় আটক করে থানায় নিয়ে এসেছি। পরে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা রেখে ছেড়ে দেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়