শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১০:০২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আরএইচ রফিক, বগুড়া : বগুড়ার শেরপুর তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জের ধরে ধাক্কাধাক্কাতে মাটিতে পড়ে গিয়ে মো. সাহাবুল হক (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন । ঘটনাটি ঘটেছে ১৪ মে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর বাজার এলাকায় ।

স্থানীয় সুত্রে জানা গেছে, ১৪ মে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মির্জাপুর বাজার এলাকায় একটি হোটেলের পিছনে পিয়াজু খাওয়াকে কেন্দ্র করে মদনপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ব্যবসায়ী শাহাবুল এর সাথে পিয়াজু দোকানদার সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়।

এরই এক পর্যায়ে প্রতিবেশী দোকানের কর্মচারী শাহ জামাল এসে ওই সাহাবুলের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ব্যবসায়ী সাহাবুল ইসলাকে সজোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে আহত ব্যবসায়ী সাহাবুল হককে তাদের আত্মীয় স্বজনেরা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজনীন আক্তার তাকে মৃত ঘোষণা করেন ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শেরপুর থানার উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে নিহতের পারিবারিকভাবে কোন অভিযোগ না দেয়ায় নিহতের মরদেহ থানায় আনা বা ময়নাতদন্ত করার প্রাথমিকভাবে প্রয়োজন নেই পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলাম জানিয়েছেন।

এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) সাংবাদিকদের জানান ,ঘটনাটি নেহাত একটা দূর্ঘটনা মাত্র । তিনি নেহতরে পরিবারে বরাত দিয়ে জানান , সাহাবুল পূর্ব থেকেই হার্টের সমস্যায় ভূগছিলেন । তাকে সেখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়