শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৮:৫০ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক সেবনে বাধা দেওয়ায় পৃথিবী ছাড়তে হলো কলেজছাত্র যোবায়েরকে

নিউজ ডেস্ক : মাদক সেবনে বাধা দেওয়ায় নোয়াখালীর চৌমুহনীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. যোবায়ের নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে চৌমুহনীর আলীপুর গ্রামে বেগমগঞ্জ উপজেলা সার্কেল এসপি অফিসের পেছনে আপন নিবাস হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। এনটিভি

নিহত যোবায়ের সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখীল গ্রামের শেখ মোশারফ হোসেন বেলালের ছেলে। আট বছর ধরে তাঁরা আপন নিবাস হাউজিংয়ে ভাড়া বাসায় বসবাস করছেন। যোবায়ের নোয়াখালী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, কয়েক দিন ধরে যোবায়েরের একদল বখাটে সহপাঠী নিয়মিত আপন নিবাস হাউজিংয়ের সামনে মাদক সেবন ও আড্ডা দিয়ে আসছিল। যোবায়ের তাদের নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করলে দ্বন্দ্বের সূত্রপাত হয়। তারই জের ধরে গতকাল রাতে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে যোবায়েরের গতিরোধ করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতকারীরা। ওই সময় দৌড়ে পালাবার চেষ্টা করলে যোবায়েরকে ধরে প্রথমে পিটুনি ও পরে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে এলাকাবাসী যোবায়েরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীসহ মোট আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বেগমগঞ্জ থানা পুলিশ।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ বলেন, ‘নিহত যোবায়ের ও ঘটনার সঙ্গে জড়িতদের অনেকে একে অপরের বন্ধু ও সহপাঠী। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত রাতে ঘটনাস্থলে উভয় পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। সে সময় কেউ একজন যোবায়েরকে ছুরিকাঘাত করে। পরে তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়