শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান থেকে তেল আমদানির বিষয়ে লোকসভা নির্বাচনের পরে সিদ্ধান্ত নেবে ভারত, জানালেন সুষমা

সান্দ্রা নন্দিনী : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার দেশটিতে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা করেন। সেখানে ভারতের লোকসভা নির্বাচনের পরই গুরুত্বপূর্ণ তেল আমদানি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সুষমা। প্রসঙ্গত, এমাসেই ইরানের তেল আমদানি বিষয়ে ভারতসহ ৭টি দেশের ওপর নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এনডিটিভি

এক টুইট-বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জানান, ‘সুষমা স্বরাজ ও জাভেদ জারিফের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ বিষয়ে গঠনমূলক সংলাপ হয়েছে। বৈঠকে আফগানিস্তানসহ সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতিতে দুইদেশের দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা হয়েছে।’

সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, সুষমা স্বরাজের পক্ষ থেকে বাণিজ্যনীতি, জ¦ালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ নিয়ে ভারতের লোকসভা নির্বাচনের পরই সিদ্ধান্ত নেওয়ার কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়। জাভেদ জারিফ ভারতকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষ থেকে গত ৮ মে ঘোষিত ইউরেনিয়াম ও ভারী পানি রপ্তানি বিষয়ক সিদ্ধান্তে কথা মনে করিয়ে দেন। উল্লেখ্য, এক টেলিভিশন ভাষণে ৮ মে রুহানি জানান, ‘ইরান জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন-জেসিপিওএ’র কয়েকটি নির্দিষ্ট প্রতিশ্রুতির কিছু অংশ স্থগিত করলেও পুরো চুক্তি থেকে বেরিয়ে আসবে না।’

সূত্র আরও জানায়, জাভেদ জারিফের সঙ্গে বৈঠকে ভারতের পক্ষ থেকে একাধিকবার জেসিপিওএ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা হয়। ভারত জানায়, নয়াদিল্লি চায় সকল পক্ষই গঠনমূলক ও শান্তিপূর্ণভাবে যার যার প্রতিশ্রুতি রক্ষা করে চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়