শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়ার্ন ছাড়ার ঘোষণা দিলেন রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক: বায়ার্ন মিউনিখের দুই অভিজ্ঞ খেলোয়াড় আরিয়েন ও ফ্রাঙ্ক রিবেরিও চলতি মৌসুমেই আলিয়াঞ্জ ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়া পর এইবার এই দলটি ছেড়ে দিচ্ছেন লম্বা সময় ধরে খেলা রাফিনিয়াও। ২০১১ সালে জেনোয়া থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ২৬৬ ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফিনিয়া।

মঙ্গলবার ৩৩ বছর বয়সী এই রাইট-ব্যাক বলেন, ‘এই আট বছর চমৎকার কেটেছে। এখানে আমার দারুণ কিছু মুহূর্ত কেটেছে। ২০১৩ সালের ট্রেবল জয় ছিল বিশেষ কিছু। কিন্তু সব কিছুই একসময় শেষ হয়।’

আসছে গ্রীষ্মে বায়ার্ন ছাড়ার ঘোষণা গত ডিসেম্বরেই দিয়েছিলেন ডাচ ফরোয়ার্ড রবেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অবসরের ইঙ্গিত দেন ৩৫ বছর বয়সী এই খেলোয়াড়।

পুরোপুরি খেলা ছেড়ে দেওয়ার ভাবনা আছে কি-না, এমন এক প্রশ্নের জবাবে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদ থেকে বায়ার্নে যোগ দেওয়া রবেন বলেন, ‘এটা একটা সম্ভাবনা আছে। তবে আমি জানি না কখন তা হবে।’

বায়ার্নের অনেক সাফল্যের কারিগর ফরাসি উইঙ্গার রিবেরি দলটির হয়ে ১০০ এর বেশি গোল করেছেন। ২০০৭ সালে মার্সেই থেকে বায়ার্নে এসে এখানে আটটি বুন্ডেসলিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন ৩৬ বছর বয়সী রিবেরি।

এই তিনজনের সামনেই এবার ঘরোয়া ডাবল জিতে দল ছাড়ার সুযোগ রয়েছে। বুন্ডেসলিগায় দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শেষ ম্যাচে আগামী শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে খেলতে নামবে বায়ার্ন। আর আগামী ২৫ মে জার্মান কাপে লাইপজিগের মুখোমুখি হবে জার্মানির সফলতম দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়