শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১২:২২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্দা উঠল কান উৎসবের

ডেস্ক রিপোর্ট : পর্দা উঠল বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় আসর কান চলচ্চিত্র উৎসবের। ৭২তম এ আসর চলবে আগামী ২৫ মে পর্যন্ত। ফ্রান্সের উপকূলীয় শহর কানে এ আসরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর মূল প্রতিযোগিতা বিভাগ। এ প্রতিযোগিতা বিভাগে এবার নির্বাচন করা হয়েছে ২১টি সিনেমা। এগুলোর মধ্য থেকেই মিলবে আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম বা পাম দ’র জয়ী সিনেমা। কালের কণ্ঠ।

কানে একদিকে সিনেমাগুলোর উদ্বোধনী প্রদর্শনী হবে, অন্যদিকে মুহূর্তেই সিনেমাপ্রেমীদের কাছে সেগুলো হয়ে উঠবে আলোচনার মূল বিষয়বস্তু। আমেরিকান নির্মাতা জিম জারমাশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়েই পর্দা উঠেছে এবারের আসরের।

বরাবরের মতো কানের জমকালো রেড কার্পেটে বলিউডের তারকাদের এবারও দেখা মিলবে। প্রতিবছরের মতো বলিউড তারকারা কান উৎসবকে ঘিরে প্রস্তুতি শুরু করেছেন। লাল গালিচায় আগামী ১৬ মে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সোনম কাপুর দ্যুতি ছড়াবেন ২০ ও ২১ মে। ১৯ মের পর কানে দেখা দেবেন ঐশ্বরিয়া রাই।

৭২তম আসরের অফিশিয়াল সিলেকশন নিয়ে শেষ ঘোষণায় জানানো হয়েছে, কান সৈকতে আসছেন এবার হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোন। ‘র‌্যাম্বো লাস্ট ব্লাড’ ছবির প্রচারণায় হাজির হবেন তিনি। ২৪ মে রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত আড়াইটা) পালে দ্য ফেস্টিভালে ‘র‌্যাম্বো-লাস্ট ব্লাড’-এর স্পেশাল স্ক্রিনিং হবে। প্রদর্শনী শুরুর আগে মঞ্চে উপস্থিত হয়ে ‘র‌্যাম্বো’র পঞ্চম কিস্তির বিশেষ কিছু স্থিরচিত্র দেখাবেন স্ট্যালোন। ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এ বছরের ২০ সেপ্টেম্বর।

কান উৎসবের সমাপনী সন্ধ্যায় প্রদর্শনের জন্য বেছে নেওয়া হয় বিশেষ সিনেমা। সেই ধারাবাহিকতায় এবারের আসরের অফিশিয়াল সিলেকশনে থাকছে অলিভিয়ে নাকাশ ও এরিক তোলেদানো পরিচালিত ‘দ্য স্পেশালস’। ‘লাস্ট স্ক্রিনিং’ হিসেবে আগামী ২৫ মে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানের পর দেখানো হবে এটি।

গত বছর থেকে কান উৎসব রবিবারের পরিবর্তে শনিবার শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ পার্টি ও উদ্যাপনের রং বড় পরিসরে চান আয়োজকরা। ১১ দিন আগে অফিশিয়াল সিলেকশনের সিনেমার প্রদর্শনী শুরুর একটি সুন্দর সমাপ্তি টানার কথা ভেবেছেন আয়োজকরা। এ জন্যই সমাপনী ছবি বিভাগটির নাম বদলে রাখা হয়েছে ‘লাস্ট স্ক্রিনিং’।

কান উৎসবে তৃতীয়বারের মতো থাকছে রেডিও ফেস্টিভাল। এটি হলো অফিশিয়াল অনলাইন রেডিও সম্প্রচার কার্যক্রম। আগামী ১৪ থেকে ২৫ মে পালে দ্য ফেস্টিভাল ভবনের মেডিটারেনিয়ান হলে অবস্থিত এই স্টেশনে প্রচার হবে কান সৈকতের আড্ডা, সাক্ষাৎকার, বিনোদন ও লাইভ পারফরম্যান্স। এবারের প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। আগামী ২৫ মে তাঁর নেতৃত্বে ঘোষণা করা হবে স্বর্ণপাম জয়ী ছবির নাম।

তিন বছর পর উৎসবে ফিরছেন ব্রিটিশ চলচ্চিত্রকার কেন লোচ তাঁর ‘সরি উই মিসড ইউ’ দিয়ে। আর স্বর্ণপাম জেতার ২৫ বছর পূর্তিতে নতুন সিনেমা ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ নিয়ে প্রতিযোগিতায় যোগ দিয়েছেন কোয়েন্টিন টারান্টিনো। এ ছাড়া আট বছর পর কানে ফিরছেন নির্মাতা টেরেন্স মালিক। উৎসবের প্রতিযোগিতা বিভাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত টেরেন্স মালিকের ‘অ্যা হিডেন লাইফ’ জায়গা করে নিয়েছে। আর ইয়াং আহমেদকে নিয়ে তিন বছরের বিরতি ভেঙে একই বিভাগে লড়বেন জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন।

অন্যদিকে স্প্যানিশ সিনেমার প্রখ্যাত পরিচালক পেদ্রো আলমোদোভারের সিনেমা ‘পেইন অ্যান্ড গ্লোরি’র পাশাপাশি ৭২তম আয়োজনে স্বর্ণপাম জয়ের দৌড়ে আছে হাভিয়ার দোলানের ‘ম্যাথিয়াস অ্যান্ড ম্যাক্সিম’, বং জুন হোর ‘প্যারাসাইট’ এবং লাজ লির প্রথম সিনেমা ‘লা মিজারেবল’।

তবে স্ট্রিমিং সার্ভিসের কারণে প্রেক্ষাগৃহে নেতিবাচক প্রভাব পড়ায় টানা দ্বিতীয়বারের মতো কানে জায়গা পায়নি নেটফ্লিক্সের কোনো চলচ্চিত্র। বলে রাখা ভালো, এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১টি সিনেমার চারটির নির্মাতাই নারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়