শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১১:০১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে আজ থেকে পাকা আম সংগ্রহ শুরু

মো. তৌহিদ এলাহী  : পরিপক্ক আম প্রাপ্তি নিশ্চিত করতে আজ বুধবার থেকে নাটোরে গাছ থেকে আম সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। এই সংগ্রহ কার্যক্রম আগামি ২৫ আগষ্ট পর্যন্ত চলবে।রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আম সংগ্রহের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।বাসস।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক বেলাল উদ্দিন, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, জেলা পর্যায়ের কর্মকর্তা, আম চাষি ও ব্যবসায়িরা সভায়  অংশগ্রহন করেন।

সভায় নাটোরে উৎপাদিত ১৪ জাতের আম পাড়ার সময়সূচী নির্ধারণ করে দেয়া হয়েছে। আজ থেকে দেশীয় আটিআম পাড়ার মধ্য এই সময়সূচীর অনুসরণ শুরু হবে। পরবর্র্তিতে ২০ মে থেকে গোপালভোগ, ২৮ মে থেকে রাণীপছন্দ ও ক্ষীরসাপাত, ১ জুন থেকে লক্ষণভোগ, ৬ জুন থেকে ল্যাংড়া, ১০ জুন থেকে নাক ফজলি আম, ২০ জুন থেকে হাড়িভাঙ্গা, ৩০ জুন থেকে আ¤্রপালী, মল্লিকা ও ফজলী, ১৫ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং সর্বশেষ ২৫ আগষ্ট থেকে গৌড়মতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।

পাকা আম সংগ্রহের জন্য নির্ধারিত এই সময়সূচির প্রচারণায় জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন কাজ করবে। এই সময়সূচীর আগে কোন জাতের আম গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষিবিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক বা ব্যবসায়ি গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন।

নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় চারহাজার ৮৫০ হেক্টর জমি থেকে ৬৩ হাজার ৫০ টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়