শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৪:২০ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের হেলপার নিহত

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ট্রাকের সাথে সংঘর্ষে লাশবাহী অ্যাম্বুলেন্সের হেলপার সোহেল হোসেন (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বেনাপোল থেকে লাশ নিয়ে ঢাকায় যাওয়ার পথে তিনিই লাশ হয়ে যান। এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক জাহাঙ্গীর হোসেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সোহেল ঝালকাঠির সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকার আব্দুল খালেকের ছেলে।

আহত জাহাঙ্গীর জানান, মঙ্গলবার ১টার দিকে বেনাপোল থেকে অ্যাম্বুলেন্সে করে একজনের লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এসময় যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া উপজেলার পুলেরহাটে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই সোহেল হোসেন নিহত হয়। ট্রাক চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, হাসপাতালে আনার আগেই অ্যাম্বুলেন্সের হেলপার সোহেল হোসেন মারা যান। গুরুতর অবস্থায় চালক জাহাঙ্গীরকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়। তার অবস্থা গুরুতর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়