শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০২:০২ রাত
আপডেট : ১৫ মে, ২০১৯, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বকেয়া বেতন পরিশোধ ও চাকুরীতে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ

এম এ হালিম,সাভার : সাভারে বকেয়া বেতন পরিশোধ ও চাকুরীতে পুনর্বহালের দাবিসহ বেশ কয়েটি দাবি আদায়ে কর্মবিরতি পালনসহ বিক্ষোভ করেছে তৈরী পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে সাভারের কলমা এলাকার সেঞ্চুরী গার্মেন্টস ও আশুলিয়ার শিমুলতলা এলাকার মদিনা সোয়েটার কারখানায় এ কর্মবিরতি ও বিক্ষোভ করে শ্রমিকরা।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, মঙ্গলবার সকালে সাভারের কলমা এলাকার সেঞ্চুরী গার্মেন্টস এর শ্রমিকরা প্রতিদিনের মতো কারখানায় প্রবেশ করলেও কাজ না করে তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন শুরু করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বকেয়া পাওনা পরিশোধ না করা পর্যন্ত কাজে যোগদান করবেনা বলে অনর থাকে।

কারখানার নারী শ্রমিক হালিমা বেগম জানায়, গত তিন মাস ধরে মালিকপক্ষ আমাদের বেতন না দিয়ে গড়িমসি শুরু করেছে। এর মধ্যে কয়েকবার তারিখ দিয়েও বেতন পরিশোধে ব্যর্থ হয় কারখানা কর্তৃপক্ষ। আজ সকালে আমাদের বেতন দেয়ার কথা থাকলেও বেতন না দিয়ে কাজে যোগ দিতে বলেন। কিন্তু বকেয়া পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগ দিবোনা।

অন্যদিকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় ছাঁটাইকৃত শ্রমিকদেরকে চাকুরীতে পুনর্বহালসহ বেশ কয়েকটি দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে মদিনা সোয়েটার কারখানার কয়েক’শ শ্রমিক। এসময় শ্রমিক নির্যাতন বন্ধ, কারখানায় উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতসহ ন্যায্য বেতনে কাজ করতে দেয়ারও দাবি জানায় বিক্ষোদ্ধ শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিক সুজন, আফজাল ও সায়মনসহ কয়েকজন অভিযোগ করেন, গত কয়েক সপ্তাহে কাজ না দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। এছাড়া গত সোমবার বিনা নোটিশে কারখানাটির লিংঙ্কিং শাখার ৪৯ জন শ্রমিককে ছাঁটাই করে এবং শাখাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়। এঘটনায় পরদিন মঙ্গলবার সকালে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকুরিতে পুনর্বহালের দাবি নিয়ে মালিকের সাথে দেখা করতে যায় তারা। কিন্তু কারখানার এ্যাডমিন ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা তাদেরকে দেখা করতে দেয়নি।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই এ্যাডমিন ম্যানেজার এসএম খোকন আমারদেরকে চার ঘন্টা করে ওভারটাইম করিয়ে দুই ঘন্টার মজুরী অন্তুর্ভুক্তি করে আসছে। বাকি দুই ঘন্টার টাকা সে অবৈধভাবে নিজের পকেটে ঢুকিয়ে বাড়তি ফায়দা লুটছেন। বিষয়টি কারখানার মালিককে জানাতে চাইলে তার সাথে দেখা করা যাবেনা, এভাবেই কাজ করলে করো না করলে অব্যাহতি নিয়ে চলে যাও বলে জানান ওই কর্মকর্তা। তাই ঈদকে সামনে রেখে অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদেরকে চাকুরীতে পূনর্বহাল, শ্রমিক নির্যাতন বন্ধ, ন্যায্য বেতন প্রদান এবং কারখানায় উপযুক্ত কর্মপরিবেশ তৈরী করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ভুক্তভোগী শ্রমিকরা।

অভিযোগের বিষয়ে কারখানার এ্যাডমিন ম্যানেজার এসএম খোকনের কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলেননি।

আশুলিয়া শিল্প পুলিশ- ১ এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান বলেন, বকেয়া বেতন পরিশোধ এবং চাকুরীতে পুনর্বহালের দাবিতে দুটি কারখানার শ্রমিকরা কর্মবিরতিসহ বিক্ষোভ প্রদর্শন করেছে। খবর পেয়ে দ্রুত কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া শ্রমিকদের যৌক্তিক দাবি পূরনের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের প্রস্তুতি রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়