শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ১৪ মে, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশাসনের কর্মচারী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় গাফিলতি করলে তাদের জায়গা কারাগার, বললেন ইনু

আসিফ হাসান কাজল: প্রশাসনের কোন কর্মচারী যদি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দায়িত্বে গাফিলতি করেন তাদেরকে ডিপার্টমেন্ট থেকে বহিঃস্কার করা হোক। বদলী কোন সমস্যার সমাধান না, সংযুক্তি কোন সমস্যার সমাধান না তাদের জায়গা কারাগার।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন ও নির্যাতক, ধর্ষক,খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই শীর্ষক মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন হাসানুল হক ইনু।

সাবেক তথ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। । এসময় তিনি ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার, ৭৫ এর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার,২১ শে আগষ্ট গ্রেনেড হামলার বিচার দেখেছি তবে নারী নির্যাতন ও ধর্ষণের বিচার হবে না কেন? রাষ্ট্র যদি মনে করে তবে কোন সমস্যায় সমস্যা না। সমস্যা থেকে বেরিয়ে আসতে সামাজিক শক্তির পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরী বলে মনে করেন তিনি।

ইনু আরো বলেন, জঙ্গি উৎপাত এর পাশাপাশি নারী ধর্ষণ ও নির্যাতনের উৎপাত শুরু হয়েছে। এই উৎপাত অমানবিক। সমাজ বিরোধী ঘটনা। জঙ্গিদের মতন নারী ধর্ষণ ও নির্যাতনকারী রাষ্ট্র ও সমাজের শত্রু। এই শত্রুদের ছাড় দেওয়া যাবে না। এই সমস্যার পরিত্রাণ করতে হলে,নারী নির্যাতনকারী আশ্রয়-প্রশ্রয়দাতা ও প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

নূরুল আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক নুর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়