শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৮:১৪ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহায় কৃষকদের সহায়তায় ময়মনসিংহে বিনা মূল্যে ধান কেটে দিচ্ছে স্কাউট সদস্যরা

ফাতেমা ইসলাম : অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াতে ময়মনসিংহের ফুলপুরে দরিদ্র কৃষকদের ধান কেটে দিয়ে সহায়তা করছেন ফুলপুরের হেলডস ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা। প্রথম দিনে ক্যান্সার আক্রান্ত এক কৃষকের ৮০ শতক জমির ধান কেটে দিয়েছে তারা। তালিকা ধরে চলতি মৌসুমে ২৫ জন দরিদ্র কৃষকের ধান কেটে দেবে বলে জানিয়েছেন এই স্বেচ্ছাসেবীরা। সময় টিভি

ময়মনসিংহের ফুলপুরের গুমগাও গ্রামের ক্যান্সার আক্রান্ত দরিদ্র কৃষক আবু বকর খান। আশি শতক জমিতে ধান আবাদ করে টাকার অভাবে ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় পড়েন।

তীব্র শ্রমিক সংকট ও চড়া মজুরির কারণে ময়মনসিংহ অঞ্চলে তার মতো অনেক কৃষক স্বপ্নের ধান ঘরে তোলা নিয়ে পড়েছেন বিপাকে। সে সাথে বাজারে ধানের দাম একেবারে কম থাকায় ত্রাহি অবস্থা তাদের। ফসল নিয়ে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে ফুলপুরের হেলডস ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা। স্বেচ্ছাশ্রমে ধান কেটে কৃষকদের সহায়তা করছে তারা।
প্রথম দিনে কেটে দিয়েছেন অসুস্থ কৃষক আবু বকরের প্রায় ৮০ শতক জমির ধান। কৃষকদের পাশে দাঁড়াতে পেরে দারুণ খুশি জীবনে প্রথমবারের মতো ধান কাটতে নামা শিক্ষার্থীরা।

স্কাউট সদস্যদের উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের ফসল ঘরে তোলার বিড়ম্বনা দূর করতে খামার যান্ত্রিকীকর প্রকল্পের মাধ্যমে ৫০ ভাগ ভর্তুকি দিয়ে চাষি পর্যায়ে ধান কাটার যন্ত্র দেয়া হচ্ছে।

ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদেরকে কিভাবে সহায়তা প্রদান করা যায় সে ব্যাপারে আমরা পরিকল্পনা করবো।

ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল বলেন, এই ধরণের সামাজিক সংগঠন যদি এগিয়ে আসে তবে তা দারুণ উদ্যোগ হবে।

ময়মনসিংহ জেলায় এবার বোরো মৌসুমে ২ লাখ ৬২ হাজার হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৬০ ভাগ ধান কাটা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়