শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৭:৩০ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভক্তদের জন্য ছোট পর্দায় অভিনয় করেন রিয়াজ

মহিব আল হাসান : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ। ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার মুক্তির পর বড় পর্দায় নতুন কোনো সিনেমার খবর নেই তার। অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে প্রকাশ করেছেন মানসম্পন্ন একজন হিরো হিসেবে। তবে বিশেষ দিনগুলোর নাটক-টেলিফিল্মে তাকে দেখা যায়। এবার ঈদের নাটকেও দেখা যাবে তাকে। বর্তমানে চলচ্চিত্রে সফল রোমান্টিক এ নায়ক ঢাকাই সিনেমায় অনিয়মিত মুখে পরিনত হয়েছেন।

তবে দর্শকদের জন্য সিনেমার মাধ্যমে সামনে না আসলেও বিশেষ দিনে বিশেষ কাজগুলোর মধ্য দিয়ে পর্দায় হাজির হন তিনি। দর্শকদের ভালোবাসায় রিয়াজ হয়েছেন বলে তার ভক্তদের জন্য ছোট পর্দায় কাজ করেন বলে জানিয়েছেন তিনি।
এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদে তিনটি টেলিফিল্ম ও কয়েকটি নাটক ও খন্ডনাটকে কাজ করেছেন তিনি। ঈদের আগের দিন থেকে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনে তার অভিনীত নাটকগুলো প্রচার হবে।

বর্তমানে ‘সুইজারল্যান্ড’ শিরোনামে একটি নাটকের কাজ করছেন তিনি। এত রিয়াজ বিপরীতে কাজ করছেন অপি করিমের। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

নাটকটি প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘বর্তমান সিনেমার অবস্থার খারাপ হওয়ায় সিনেমার কাজ কমে গেছে। পাশাপাশি গল্পের ধরণ পরিবর্তন হওয়ায় অফার আসা সত্বেও কাজ করা হয় না। এ জন্য নাটকে কাজ করি । নাটক আমার পছন্দের না। তারপরও দর্শকদের জন্য আমি নাটকে কাজ করি। বরাবরের মতো এবারো ঈদে বেশকটি নাটকে কাজ করছেন। গল্পের দিকে বেশ নজর রেখে কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি।’

১৯৯৫ সালে মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বাংলার নায়ক’। পরের বছর খ্যাতনামা চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের ‘অজান্তে’ ও মোহাম্মদ হোসেনের ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করেন। ‘প্রিয়জন’ই একমাত্র চলচ্চিত্র যাতে রিয়াজ অকালপ্রয়াত সালমান শাহের সঙ্গে অভিনযয় করেছেন। শাবনূর ও পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন রিয়াজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়