শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে কারাগারে স্থানান্তরের বিষয়টি চিকিৎসকের ছাড়পত্রের ওপর নির্ভর করবে, বললেন আইনমন্ত্রী

কেএম নাহিদ : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সরিয়ে নেয়া হবে। কারাগারের ভেতরে স্থাপিত বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলোর বিচার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। তার ১৭ টি মামলা বিশেষ আদালতে বিচারাধীন ছিলো। তাকে দোষী সাব্যস্ত করার আগে থেকেই কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ আদালত স্থানান্তর করে তার বিচার কাজ চলছিল। নিরাপত্তার স্বার্থে বেগম জিয়ার মামলার বিচারের জন্য তাকে কেরানীগঞ্জে নেয়া হবে। তাকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের ব্যাপারে চিকিৎসকদের ছাড়পত্রের ওপর নির্ভর করা হবে। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে, এতে বলা হয়েছে, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে একটি নবনির্মিত ভবনকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তার কোনো হুমকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেনো হুমকি নেই, খালেদা জিয়ার বিষয়টি আমরা সব সময়ই গুরুত্ব দিয়ে দেখি। কেরানীগঞ্জে কবে নাগাদ আনা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ডাক্তারা যখন বলবেন তখনই তাকে কেরানিগঞ্জে স্থানান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়