শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ১৪ মে, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু রোজার মাসে নয় সারা বছরই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা উচিত বলে মনে করেন কমরেড খালেকুজ্জামান

সৌরভ নূর : রমজান উপলক্ষে ভেজালবিরোধী অভিযানে বিএসটিআইয়ের পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় নামি-দামি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫২টি খদ্যপণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার করে নেয়া এবং উৎপাদন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নামি-দামি প্রতিষ্ঠানের খাদ্য পণ্য যেখানে ভেজাল মিশ্রিত সেখানে খুচরা ব্যবসায়ীদের বিশ্বাস করা দায় হয়ে উঠছে সাধারণ জনগণের কাছে। অন্যদিকে বড় বড় কোম্পানিগুলো কেনোই বা ভেজালের সাথে জড়িয়ে পড়ছে? বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান মনে করেন, শুধু রোজার মাসে নয় সারা বছরই এই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা উচিত এবং সেটা শুধু রাজধানীতেই না, সারা দেশজুড়েই এই তদারকি বিদ্যমান থাকুক। এছাড়া অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হোক।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠান সে ছোট হোক আর বড় হোক ভেজাল চিহ্নিত হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার ছিলো, সেটা করা হয়নি। যার ফলে এখন ভেজালখাদ্য সরবরাহের প্রবণতা বেড়ে গেছে। ছোট অপরাধেরও অনেক বড় শাস্তি হয়ে যায় আবার বড় অপরাধের কোনো শাস্তি হয় না। এই নীতি অব্যাহত থাকলে এধরনের অপরাধ আরো বাড়তে থাকবে। এখনো যারা খাদ্যে ভেজাল মেশানোর মতো অপরাধকে ছোট করে ভাবছেন তাদের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি উপস্থাপন করতে না পারলে তাদের থামানো যাবে না। আর এভাবে চলতে থাকলে খাদ্যপণ্য বিষে পরিণত হতে বেশি সময় লাগবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়