শিরোনাম

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে নোটিসের পরও ‘সেক্সি’ পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত!

ডেস্ক রিপোর্ট  : মালয়েশিয়ায় নোটিস করার পরও জনসম্মুখে ‘সেক্সি’ এবং অশালীন পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত করা হয়েছে। রোববার মালয়েশিয়ার উত্তর-পূর্বের কেলানতান রাজ্যে এ শাস্তি কার্যকর করা হয়।

রাজ্যের ইসলামবিষয়ক ও ধর্ম বিভাগ (জাহেক) এই শাস্তি বাস্তবায়ন করেছে বলে সোমবার খবর দিয়েছে মালয়েশিয়ার নিউ স্টেইট টাইমস।

জাহেকের সহকারী প্রধান পরিচালক (শরিয়াহ ও আইন বিভাগ) মোহাম্মদ ফাদজুলি জেইন বলেন, ‘নোটিস করার পর রোববার ৯ ঘণ্টার অভিযান চালানো হয়। এ সময় ওই নারীদের চপেটাঘাত করা হয়।’

ফাদজুলি জেইন বলেন, ‘জাহেক, কোটা বারু সিটি করপোরেশন, সমাজকল্যাণ বিভাগ ও পুলিশের ৭০ সদস্য সকাল ১০টায় বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।’

তিনি বলেন, ‘অভিযানকালে চপেটাঘাতের পর ৩৯ নারীকে কাউন্সেলিং করা হয়। এ সময় আরও ৮ নারীকে জনসম্মুখে যৌন আবেদনময়ী পোশাক না পরার আইন বিষয়ে সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়