শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৮:১৩ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের ১৮ দিনের মাথায় স্ত্রী উধাও!

ডেস্ক রিপোর্ট  :  বিয়ের মাত্র ১৮ দিনের মাথায় স্বামীর বাড়ি থেকে স্ত্রী আরিফা আক্তারের (১৯) নিখোঁজের খরব পাওয়া গেছে। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁও পৌর শহরের ৭ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৩ মে) থেকে নিখোঁজ রয়েছেন সেই গৃহবধূ। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও।

নিখোঁজ আরিফার স্বামী আল-আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে আরিফার শ্বশুড় মো. ইস্রাফিল জানান, “গত এপ্রিল মাসের ২৬ তারিখে সামাজিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার ছেলে আল-আমিনের সঙ্গে পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের মুজিবনগর এলাকার বাসিন্দা মো. শাহা আলমের মেয়ে আরিফা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিলো। কিন্তু সোমবার ভোর রাতে সকলের অগোচরে বৌমা আরিফা তার স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড়, নগদ টাকা-পয়সা সহ ব্যবহৃত জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়।”

“পরে সকালে আশপাশের বাড়িগুলোতে খোঁজখবর করেও তাকে খুঁজে না পেয়ে বৌমার বাবাকে ফোন করে বিষয়টি অবগত করা হয়। এ ঘটনায় মেয়ের বাবা মো. শাহা আলম সকল আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ করে কোথাও তার সন্ধান না পেয়ে অবশেষে সদর থানায় মৌখিক অভিযোগ করেছেন এবং লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।”

মো. ইস্রাফিল আরও জানান, “পুত্রবধূর বাবা তার নিখোঁজ মেয়ের সন্ধান পেলে ০১৭৫৭৯৫৫৮২৩ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।”

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান (পিপিএম-সেবা) জানান, “বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রেকিংনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়