শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৩:২০ রাত
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশ ফেরতদের দুই লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে আইওএম

পপুলার নিউজ : বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে ফেরা বাংলাদেশিদের আর্থ-সামাজিক কর্মকা- টেকসই করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নীতি ও কর্মসূচি প্রণয়নে সহায়তা দিতে দুই লাখ মার্কিন ডলার অনুদান দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এর মাধ্যমে একটি প্লাটফর্ম তৈরি করা হবে। যেখানে ক্ষতিগ্রস্ত প্রবাসিদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ এবং আইওএমের পক্ষ থেকে ডিপুটি চিফ ও মিশন শ্যারন ডিমানচে এই প্রকল্প দলিলে সই করেন। ‘বাংলাদেশ: ডেবট মেডিয়েশন ফর রিটার্নি মাইগ্র্যান্টস’ শিরোনামের প্রকল্পটি ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চের মধ্যে বাস্তবায়ন করা হবে।

চুক্তি সই সূত্র জানায়, বাংলাদেশ থেকে প্রায়াই কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশী মানুষ অনিয়মিত চ্যানেলের মাধ্যমে বিদেশে যেয়ে থাকে। যা ঝুঁকিপূর্ণ ও অত্যন্ত ব্যয়সাপেক্ষ। গরীব অভিবাসন প্রত্যাশী মানুষ সাধারণত স্থাানীয় মহাজন শ্রেণির লোকের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে দালালের মাধ্যমে বিদেশে যান। গন্তব্য দেশে যাওয়ার পর নানাবিধ আইনি জটিলতায় পড়ে অনেক সময় এসব লোক নিঃস্ব হয়ে দেশে ফেরত আসে এবং সহায় সম্পত্তি বিক্রি করে মহাজনের ঋণ পরিশোধ করতে ব্যস্ত থাকে। ফলে তাদের পরিবারকে আরও দরিদ্র ও সামাজিক দূরবস্থার মধ্যে পড়তে হয়।

এ পরিপ্রেক্ষিতে আইওএম আলোচ্য ‘বাংলাদেশ: ডেবট মেডিয়েশন ফর রিটার্নি মাইগ্র্যান্টস’ শীর্ষক প্রকল্প প্রস্তাব করে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিদেশ থেকে ফেরত ঋণগ্রস্ত অভিবাসীদের ওপর সমীক্ষা পরিচালনা করে সংশ্লিষ্ট সরকারি-বেসকারী প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের প্রমাণনির্ভর নীতি নির্ধারণের সক্ষমতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় নীতি ও কর্মসূচি প্রণয়নের সহায়তা দেয়া হবে। যা ফেরত আসা অভিবাসীদের আর্থ-সামাজিক কর্মকা-ে টেকসইভিত্তিতে অন্তর্ভুক্ত করতে সহায়ক হবে।

অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ বলেন, ‘এটা একটা পাইলট প্রকল্প। এই প্রকল্পে গবেষণা করাটা মূল জিনিস। অভিবাসীরা যখন ফেরত আসে ক্ষতিগ্রস্ত হয়ে, তখন কিন্তু যারাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, তারা উৎপাত শুরু করেন। অনেক সময় খুনাখুনিও তো হচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসছে, তাদেরকে এই অবস্থাা থেকে বের করে আনা যায় কী করে। এটা করতে হলে তাদের দক্ষতা উন্নয়ন করা দরকার, গবেষণাটা আমাদেরকে এই দিকে নিয়ে যাবে। যাতে পরবর্তীতে আমরা বড় প্রকল্প নিয়ে তাদেরকে সাহায্য করতে পারি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়