শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ১১:৪২ দুপুর
আপডেট : ১৩ মে, ২০১৯, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তান অনূর্ধ্ব-১৬ এর বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান অনূর্ধ্ব-১৬ বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আজ দ্বিতীয় ম্যাচে ১৭ রানে জিতেছে বাংলাদেশ। এর আগে এই মাঠেই ৮৯ রানের জয় পায় জুনিয়র টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো এই ক্ষুদে ক্রিকেটাররা।

এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে তারা। মুফিজুল ইসলাম রবিন ৬৯, আইচ মোল্লা ৫২, মাহফুজুর রহমান রাব্বি ৪৪, রিয়াদ খান ৩২ ও সাকিব শাহরিয়ার ২৪ রানে এই পুঁজি দাঁড় করায় জুনিয়র টাইগাররা। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন আসের মুঘল এবং আলিয়ান মাহমুদ ও উমর ইমান এবং ফরহাদ খান একটি করে উইকেট শিকার করেছেন।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানে থামে পাকিস্তানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সামীর সাকিব ৫৫, মোহাম্মদ ওয়াকাস ৩৮, উমর ইমাম ৩৬, কাসিফ আলী ২৮ ও হাসিবুল্লাহ ২৫ রান করেন। বাংলাদেশের হয়ে রাব্বি ৩টি, আশিকুর রহমান ২টি ও মুশফিক, আজিজুল হাকিম এবং আইচ ১টি করে উইকেট তুলে নেন।

উল্লেখ্য, তিন দিনের টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজও জিতে নিলো টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়