শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ১১:২১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০১৯, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় পাটকল শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: মজুরি কমিশন ও বকেয়া বেতন-ভাতাসহ ৯ দফা দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে রাষ্ট্রায়াত্ব পাটকল শ্রমিকরা।

সোমবার ভোর ৬টায় স্ব স্ব কর্মস্থলে না যেয়ে খুলনাঞ্চলের পাটকলের প্রায় অর্ধলক্ষ শ্রমিকরা আন্দোলনের ৮ম দিনে কর্মবিরতি পালন করেন। বিকাল ৪ টা থেকে ৩ ঘন্টার রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচী শুরু করেছেন।

পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরী-বেতন পরিশােধ, মজুরী কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহর মজুরী প্রতি সপ্তাহে প্রদান সহ ৯দফা দাবীতে শ্রমিকরা ৮ম দিনে কর্মবিরতি অব্যাহত রেখেছেন।

৫ মে থেকে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মিলের উৎপাদন বন্ধ রেখে আন্দোলনে নামে বিক্ষুদ্ধ শ্রমিকরা।

সোমবার সকাল ৭টায় খালিশপুর, প্লাটিনাম ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা বিআইডিসি রোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা রাস্তার দুইপাশের যান চলাচল বন্ধ করে দেয়।

ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, ষ্টার, আলীম, ইষ্টার্ণ, কার্পেটিং ও জেজেধাই জুট মিলের শ্রমিকরা থালা হাতে নিয়ে স্ব স্ব মিল গেটে সমবেত হয়ে ৪টায় বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটরা ও রাজঘাটের খুলনা-যশোর মহাসড়ক অবস্থান নেন।

বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা গেছে, খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ব ৯টি পাটকলে শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া মজুরি এবং বেতন ৭৫ কোটি ১৪ লাখ ৭০০ টাকা। প্রায় ৩২৫ কোটি টাকা মূল্যের পাটজাত পণ্য মজুত রয়েছে এসব পাটকলে। বিদেশে বাজার মন্দা হওয়ার কারণে এসব পণ্য বিক্রি হচ্ছে না।

অপরদিকে শ্রমিকদের অব্যাহত কর্মবিরতী আর অবরোধের কারণে ৮ দিনে খুলনাঞ্চলের ৯টি পাটকলে পণ্য উৎপাদন বন্ধ থাকায় ৮ কোটি টাকার লোকসান হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়