শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ১৩ মে, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬টি দুর্গম এলাকায় সরকারি চাকরিজীবীরা পাবেন বিশেষ ভাতা

মাকসুদা লিপি : দেশের ১৬টি দুর্গম এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীরা এখন থেকে বিশেষ ভাতা পাবেন। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ৫ মে থেকে ভাতার ক্ষেত্রে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। যমুনা টিভি

২০১৫ সালের জাতীয় বেতনকাঠামো অনুযায়ী এসব ভাতা নির্ধারণ করা হয়েছে। ভাতার সর্বোচ্চ হার মাসে ৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ১ হাজার ৬৫০ টাকা।

১৬ এলাকার হাওর, দ্বীপ, চর এলাকা ও উপজেলার কাজ করেন এমন সরকারি চাকরিজীবীরা এসব ভাতাসুবিধা পাবেন।
১৬ দুর্গম এলাকার মধ্যে রয়েছে- কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, চট্টগ্রামের সন্দীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা, সুনামগঞ্জের ধরমপাশা, শাল্লা ও দোয়ারাবাজার, হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা। এসব এলাকাকে হাওর, দ্বীপ বা চর উপজেলা হিসেবে ঘোষণা করে সরকার চাকরিজীবীদের ভাতা দিচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী বিশেষ ভাতার হার: জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ২০ গ্রেডে ১ হাজার ৬৫০ টাকা, ১৯ গ্রেডে ১ হাজার ৭০০ টাকা, ১৮ গ্রেডে ১ হাজার ৭৬০ টাকা, ১৭ গ্রেডে ১ হাজার ৮০০ টাকা, ১৬ গ্রেডে ১ হাজার ৮৬০ টাকা, ১৫ গ্রেডে ১ হাজার ৯৪০ টাকা, ১৪ গ্রেডে ২ হাজার ৪০ টাকা, ১৩ গ্রেডে ২ হাজার ২০০ টাকা, ১২ গ্র্রেডে ২ হাজার ২৬০ টাকা, ১১ গ্রেডে ২ হাজার ৫০০ টাকা, ১০ গ্রেডে ৩ হাজার ২০০ টাকা, ৯ গ্রেডে ৪ হাজার ৪০০ টাকা, ৮ গ্রেডে ৪ হাজার ৬০০ টাকা, ৭ থেকে তদূর্ধ্ব গ্রেডে ৫ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়