শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৯:০০ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল : কোচিং সেন্টারে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক এনামুল হক নাসিমকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের শ্রেণিকক্ষে অতিরিক্ত ক্লাশ নেয়ার সময় তাকে আটক করা হয়।

স্কুলের প্রধানশিক্ষক এসএম ফখরুজ্জামান জানান, আটকের ঘটনার পর পরই ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত শিক্ষক এনামুল হক নাসিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি অভিযোগ তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষক এনামুল হক নাসিম স্কুল সংলগ্ন গোরাচাঁদ দাস রোডের একটি বাসার নিচতলা ভাড়া নিয়ে সেখানে কোচিং বাণিজ্য পরিচালনা করে আসছিলেন। গত কয়েকদিন পূর্বে কোচিং শেষ হলে সকল শিক্ষার্থী চলে গেলেও হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে পড়ার অজুহাতে কোচিং সেন্টারে রেখে দেয়। কিছুক্ষণ পরে কথা বলার ছলে শিক্ষক এনামুল হক নাসিম শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়। তখন ওই শিক্ষার্থী ভয়ে কান্নাকাটি শুরু করলে শিক্ষক নাসিম তাকে ছেড়ে দেয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষক নাসিম এর আগেও এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছেন। ছাত্রীদের প্রায়ই কুপ্রস্তাব দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এজন্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে প্রতিবাদ স্বরূপ ‘নাসিম স্যার থেকে সাবধান’ এমন শ্লোগান লিখে রাখে।

কোতয়ালি মডেল থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে জ্ঞাসাবাদের জন্য শিক্ষক এনামুল হক নাসিমকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়