শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৮:২২ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে গ্রাহকের কোটি টাকার স্বর্নালঙ্কার নিয়ে দোকান মালিক উধাও

এইচ এম মিলন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন গ্রাহকের প্রায় কোটি টাকার স্বর্নালঙ্কার নিয়ে বরুন চন্দ্র পাল নামের এক প্রতারক জুয়েলার্স ব্যবসায়ী হঠাৎ উধাও হয়ে গেছে। এ ঘটনায় ওই দোকানের প্রায় ৪ শতাধিক গ্রাহক আজ সোমবার সকালে দোকানের সামনে অবস্থায় কর্মসূচি পালন করেছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ওই দোকানটি সিলগালা করেছে প্রশাসন।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা গেছে, পৌর এলাকার মজিদ বাড়ি (ভুরঘাটা) বাজারের স্বর্ণ ব্যবসায়ী বরুন চন্দ্র পাল গ্রামীণ জুয়েলার্স নামের একটি দোকান খুলে প্রায় ৩০ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার ওই দোকানে বিভিন্ন এলাকার গ্রাহকরা তাকে বিশ্বাস করে নগদ অর্থ জমা রাখতেন এবং কানের দুল, আংটি ও চেইনসহ বিভিন্ন রকম জিনিসপ তৈরি করার জন্য স্বর্ণ জমা রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে বরুন চন্দ্র পাল প্রতারণার আশ্রায় নিয়ে সোমবার ভোর রাতে সমস্ত নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে দোকান তালাবদ্ধ করে পালিয়ে যান। সকালে বিষয়টি জানাজানি হয়ে গেলে ওই গ্রামীন জুয়েলার্সের মালিক বরুন চন্দ্র পালকে দ্রুত গ্রেফতারের দাবিতে দোকানের সামনে অবস্থান কর্মসুচি পালন করেন সকল গ্রাহক। এ খবর পেয়ে কালকিরি থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি ওই দোকান খুলে দেখেন কোন জিনিসপত্র নেই। এরপর তিনি দোকানটিকে সিলগালা করে দেন।

ভুক্তভোগী মনিরা আক্তার, রোজি আক্তার, রায়হান হাওলাদার, ফারজানা বেগম, অপু সরকার ও শিরাজ সরদার সহ অগনিত গ্রাহক কান্না জরিত কন্ঠে অভিযোগ করে বলেন, গ্রামীন জুয়েলার্সের মালিক বরুন চন্দ্র আমাগো সকল স্বর্ন ও নগদ টাকা পয়শা নিয়ে পালিয়ে গেছে। আমরা এখন পথে বসে গেছি। আমরা তাকে গ্রেফতারের দাবি জানাই প্রশাসনের কাছে।

কালকিনি থানার এসআই বাবুল বসু বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দোকান খুলে দেখি কোন জিনিসপত্র নেই। বরুন সমস্ত মালামাল নিয়ে গেছে।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, দোকানের সকল গ্রাহকদের সকল স্ব ্ন ও নগদ টাকা নিয়ে পালিয়ে মালিক বরুন পাল। আমরা দোকানটিকে সিলগালা করে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়