শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৫:৩১ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্ল্যাঙ্কেট বল বিকৃতির কোনো চেষ্টা করেননি, দাবী আইসিসির

স্পোর্টস ডেস্ক: গত বছর বল বিকৃতির ক্যালেঙ্কারিতে এক বছর জাতীয় দল থেকে নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটিং স্তম্ভ্য ডেবিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। নিষেধাজ্ঞা শেষ করে দলেও ফিরেছেন এই দুজন। তাদের এই ক্যালেঙ্কারি শেষ হতে না হতেই নতুন এমন একটি বিকৃতির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ইংল্যান্ড দলের পেসার লিয়াম প্ল্যাঙ্কেটকে নিয়ে ভিডিওটি, যেখানে দেখা যায় বলের একপ্রান্তে আঙুল দিয়ে ঘষছেন তিনি। আইসিসিরও নজর এড়িয়ে যায়নি সেই ভিডিও, যা দেখার পর আইসিসির দাবী বল বিকৃতির করছিলেন না প্ল্যাঙ্কেট।

সমালোচনার জবাব দিতে দেরি করেনি আইসিসি। ভিডিওটির ব্যাপারে তারা অবগত এমনটা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে তারা। ভিডিও নজরে আসার পর প্ল্যাঙ্কেটের সঙ্গেও যোগাযোগ করেছে আইসিসি, এমনটা দাবী তাদের।

বিবৃতিতে আইসিসি জানায়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে ভিডিও ছড়িয়ে পড়েছে আইসিসি সেই ভিডিও সম্পর্কে অবগত। ওভারের পর ওভার বলটি খতিয়ে দেখেছিল ম্যাচ অফিসিয়ালরা। তাদের প্রতিবেদন অনুযায়ী, বল বিকৃতির কোনো চেষ্টা করা হয়নি।’

গত শনিবার সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলার এক পর্যায়ে বোলিং করার আগমুহূর্তে বলের একপ্রান্তে হাতের নখ দিয়ে ঘষেছেন প্ল্যাঙ্কেট।

এরপর প্ল্যাঙ্কেট বল করার পর সেই বল প্রযুক্তির সাহায্যে পর্যবেক্ষণ করলে দেখা যায় তার একপাশ অনেকটাই পুরানো। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রিকেট ভক্তদের দাবী বল বিকৃতি করেছিলেন প্ল্যাঙ্কেট। এবার এমন সন্দেহের জবাব দিল আইসিসি।

উল্লেখ্য, ম্যাচটিতে মাত্র ১২ রানে জিতে ইংল্যান্ড। জশ বাটলারের সেঞ্চুরিতে ৩৭৩ রানের পাহাড় গড়ে তারা, ফখর জামানের সেঞ্চুরির পরেও এমন রান তাড়া করতে পারেনি পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়