শিরোনাম

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহের -জিয়ার রসায়ন!

হাসান বিন বাংলা: তাহের একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু ত্রিশ লাখ বাঙালির রক্তে অর্জিত স্বাধীনতা নিয়ে উনি বিপ্লবী সরকার গঠনের স্বপ্ন দেখতেন এবং তারই ধারাবাহিকতায় ষড়যন্ত্রের রাজনীতিতে জড়িয়ে পড়েন। কষ্ট হয় যখন উনার ফাঁসি কার্যকরের মুহূর্তগুলো কিতাবে পড়ি, কিন্তু বিষয়টিকে আবেগের বাইরে রেখে রিয়েলিটি নিয়ে একটা সামারি করলে দেখতে পাই, জাতির পিতার হত্যাকারীদের সঙ্গে উনার মাখামাখি!  পারি না ... সত্যিই পারি না কর্নেল তাহেরের মৃত্যুতে মোমের মতোই আবেগের জোয়ারে ঝরে পড়তে... প্রকৃতির চিরন্তন বিধানের আলোকে ন্যায়বিচারই তিনি পেয়েছেন।

ষড়যন্ত্রকারীরা কখনো কারো মিত্র হতে পারে না। প্রকৃতির অভিশাপেই তারা শেষ হয়ে যায় /যাবে। তার বড় প্রমাণ হলো জিয়া এবং তাহের। কর্নেল তাহেরের কল্যাণে জিয়া মুক্তি পেয়েই প্রথম টার্গেট হিসাবে বেছে নেয় তাহেরকে! আবু তাহেরের কল্যাণে জিয়া হয়ে উঠে অপ্রতিদ্বন্দ্বী এবং মুক্তিদাতাকে চিরতরে মুক্তি দিয়ে তার পথের কাঁটা সরিয়ে দেয়!

ফ্রাংকেনস্টাইনের দানব তত্ত্বের সার্থক রূপায়ণ দেখতে পায় দেশবাসী! কিন্তু তাহেরের প্রেতাত্মা জিয়ার পিছু ছাড়েনি। তাই তো জিয়ার শাসনামলে ২০টিরও বেশি সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় তাহেরের প্রেতাত্মা জিয়ার পিছু ধাওয়া করে ফিরেছে! অতঃপর জিয়াকে তার প্রাপ্য পাওনা বুঝিয়ে দিয়ে তাহেরের আত্মা অনন্তের পথে স্বস্তির পাখা মেলে উড়ে বেড়ায়!

বি. দ্র. পাপ বাপকেও ছাড়ে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়