শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ দল কি আওয়ামী লীগের জন্য বিষফোঁড়া হবে?

অসীম সাহা : নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর আগের মন্ত্রিসভার প্রায় সকলকে বাদ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন এবং তাতে ৯৯% নতুন মুখকে জায়গা করে দিয়েছেন। এতে আওয়ামী লীগের পুরনো মুখের অনেকে এবং শরিক দলের কেউকেটাদের কেউ কেউ মনে মনে যে ক্ষিপ্ত হয়েছেন এবং তারা যে উষ্মা প্রকাশ করেছেন, তাতে বোঝা গেছে, তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের জন্য বিষফোঁড়া হয়ে উঠবে। মাত্র তিন মাসের কিছু বেশি সময় হয়েছে, সরকার নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন।

শরিকরা তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যারা শুধু হালুয়া-রুটির মন্ত্রিত্বের চাকে বসে আরামে ও আয়েসে মধু আহরণ করেছেন, তারা সময়কালে আওয়ামী লীগের জন্য যন্ত্রণার কারণ হয়ে উঠবে। বিশেষত যারা আদি আওয়ামী লীগার নয়, বাইরে থেকে আসা এককালীন ঘোরতর বঙ্গবন্ধু ও আওয়ামীবিরোধী, তাঁরা কিছুতেই এই মন্ত্রিত্বপতনের ঘা সহ্য করতে পারেননি। তাই শেখ হাসিনাকে বিপদে ফেলতে শরিকদের চেয়ে তারা বেশি ভয়ানক হয়ে উঠবে বলে আমার ধারণা। বিশেষত বাইরে গণতন্ত্রপন্থি আর ভেতরে ‘সমাজতন্ত্রপন্থি’ যারা, তারাও আওয়ামী লীগকে বিপদে ফেলতে সব ধরনের ভূমিকা পালন করবেন, এটা এখনকার একটু একটু আলামত থেকেই বোঝা যায়। আমি নিশ্চিত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে সতর্ক আছেন। তবু তাঁকে আরো একটু সতর্ক হতে বলি। কারণ পচা শামুকে পা কাটলে সেটা গ্যাংগ্রিনের আকার ধারণ করতে পারে। তাই বেশি বিপদের আগেই সেই বিষফোঁড়া প্রয়োজনে কেটে ফেলুন। এখন আর এসব পচা শামুককে আওয়ামী লীগের দরকার নেই। কারণ ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল’ ভালো, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই তা ভালো করে জানেন। অতএব শুভস্য শিঘ্রম।

লেখক : কবি ও সংযুক্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়