শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর থেকে উপজেলার থুল্লাকান্দি গ্রাম ও নূরজাহানপুর গ্রামের দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ইট-পাটকেল নিক্ষেপ ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে দু পক্ষের প্রায় ৩০ জনের মত আহত হয়েছে।

স্থানীয় সূূএে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর আহত রিফাত মিয়া (১৮), মো. হাবিবুর রহমান (২২), শাহজালাল মিয়া (৩০), খায়রুল (২২), জুয়েল মিয়া (২৫), মাহাবুব (১৮), হৃদয় মিয়া (২০), সাগর মিয়া(২৫), শাহজালাল (২৮), রহমত উল্লাহ (২০), মো. তুশার মিয়া (২৭), সজল (১৯) এবং সুজনেক (১৮) নবীনগর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রিফাত মিয়া (১৮), মো. হাবিবুর রহমানকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায়
পাঠানো হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্তি পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিএ রঞ্জন পাল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও লাঠি চার্জ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে । জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়