শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৩:১৫ রাত
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব এমপিরা নৌকার বিরোধীতা করেছেন তাদেরকে আর নৌকা দেয়া হবে না,বললেন হানিফ

যশোর প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে যেসব এমপিরা নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আগামী সংসদ নির্বাচনে তাদেরকে আর নৌকা দেয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেসব জনপ্রতিনিধিরা হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। প্রশাসনের যেসব কর্মকর্তারা এ কাজে সহযোগিতা করেছেন তাদের দ্রুত শাস্তির আওতায় আনার হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতি করে কেউ বড় নেতা বা এমপি মন্ত্রী হতে পারবেন না।

রোববার বিকেলে যশোর জিলা পরিষদ মিলনায়তনে তিনি সম্মানিত অতিথি হিসেবে এ কথা বলেন। দেশ উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে হানিফ বলেন, দেশে রপ্তানি আয় ৪০ বিলিয়ন ডলারের উপরে। সারা বিশ্বে শেখ হাসিনা উন্নয়নের নেত্রী হিসেবে বিবেচিত হয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনা উন্নয়নের শিরোনাম হচ্ছেন। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে চাই। তৃর্ণমূলের আওয়ামী লীগ শক্তিশালী থাকলে কোন অপশক্তি আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বাঁধাগ্রস্থ করতে পারবে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার পীযুষ কান্তি ভাট্টচার্য। সম্মানিত অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, আমিরুল ইসলাম মিলন, পারভীন জামান কল্পনা, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য, সংসদ সদস্য ইসমাত আরা সাদেক, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সংসদ সদস্য রণজিত কুমার রায় ও সংসদ সদস্য ডা. নাসির উদ্দিন।

সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, শহর আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, বাঘারপাড়া আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক সরদার ওলিয়ার রহমান, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল হাসান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মঞ্জু। সভা শেষে সেপ্টেম্বর মাসে যশোর জেলা আওমী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়