শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৩:০৩ রাত
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় বালু উত্তোলনের প্রতিবাদে সড়কে গাছের ডোম পুঁতে ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরতলীর শাহজাহানপুর এলাকায় একাট্রা ক্ষুব্ধ এলাকাবাসী বালু উত্তোলনের অভিনব প্রতিবাদে গাছের ডোম পুঁতে সড়কে ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে শাহজাহানপুর এলাকার সুজাবাদ এলাকায়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়।

জানা গেছে, বেশ কিছুদিন যাবত বগুড়া শহরতলী শাহজাহানপুর এলাকার সুজাবাদ এলাকায় ভূমি দস্যু ও বালু দস্যুরা অবাদে জমি থেকে মাটি এবং পরবর্তীতে ভারী মেশিন বসিয়ে ভূমি থেকে বালু উত্তোলন করে আসছিল। যে কারণে এলাকার পরিবেশ বিপন্ন হতে শুরু করে। হুমকীর মুখে পড়ে এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কম্যুনিটি সেন্টার সহ বিভিন্ন স্থাপনা। এতে বালু দস্যুদের নির্মমতার কাছে জিম্মি হয়ে পড়ে এলাকার হাজার হাজার মানুষ। এঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে হুমকী ধামকীর মুখে লাঞ্চিত হতে থাকে এলাকাবাসী। এ নিয়ে থানা পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কাছে ধর্ণা দিয়ে হাপিয়ে পড়ে এলাকাবাসী ।

অভিযোগ রয়েছে শাহাজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে অভিযোগের পর অভিযোগ দিয়েও হতাশ হয়ে পড়েন এলাকাবাসী । এলাকাবাসীর অভিযোগ, এলাকার পরিবেশ রক্ষায় বার বার শাহজাহানপুর ইউএনও বরাবরে এ বিষয়ে ধর্ণা দেবার পরও তিনি এ বিষয়ে কোন ভূমিকা না নিয়ে রহস্যজনক কারণে নিরব ভূমিকায় থেকেছেন।

এদিকে বর্ষা মৌসুমের শুরুকে এলাকায় বালু দস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীদের মধ্য ক্রমেই অসন্তোষ বিরাজ করতে থাকে। ফলে রবিবার ক্ষুব্ধ এলাকাবাসী একট্রা হয়ে সুজাবাদ এলাকায় রাস্তায় যাতায়াতকারী বালুবাহী ট্রাকের গতীরোধে রাস্তায় গাছের ডোম পুঁতে প্রতিবাদ জানায়।

এদিকে এলাকার রাস্তায় বালুবাহী ট্রাকের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে গাছের ডোম পুঁতে দেবার কারণে বালু দস্যুদের মাঝে এর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা যে কোন মূল্য তাদের বালু উত্তোলণ কর্মযগ্য চালিয়ে যাবার জনতাদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন ভাবে হুমকী ধামকী দেয়া শুরু করায় গোটা এলাকায় টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, যে ঘটনাই ঘটুক না কেন তারা বালু দস্যুদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে থাকবে। কোন অনাকাঙ্খিত ঘটনার জন্য এলাকাবাসী স্থানীয় প্রশাসন দায়ি থাকবে বলে হুসিয়ারী দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়