শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০২:৪৮ রাত
আপডেট : ১৩ মে, ২০১৯, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয়বারের মতো ব্রিটেনের শীর্ষ ধনী ভারতের হিন্দুজা পরিবার

লিহান লিমা: তৃতীয়বারের মতো ব্রিটেনের শীর্ষ ধনীর তালিকায় নাম লিখিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ বিলিওনার ব্যবসায়ী ও উদ্যোক্তা গোপিচান্দ ও শ্রীচান্দ, হিন্দুজা পরিবারের দুই ভাই। এই দুই বিজনেস ম্যাগনেটের মোট সম্পদ ২২ বিলিয়ন পাউন্ডেরও বেশি, গত বছরের চেয়ে তাদের সম্পদ বেড়েছে ১.৩৫ বিলিয়ন পাউন্ড। গার্ডিয়ান, বিবিসি, সানডে টাইমস

১৯১৪ সালে মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় হিন্দুজা গ্রুপের পারিবারিক ব্যবসা, এখন বর্তমানে সেখানে যোগ হয়েছে তেল, গ্যাস, ব্যাংকিং, আইটি ও সম্পদ। হিন্দুজা পরিবারের চারভাইয়ের মধ্যে দুই ভাই ব্রিটিশ নাগরিক শ্রী (৮৩) ও গোপি (৭৯) এই সা¤্রাজ্য নিয়ন্ত্রণ করছেন।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন ব্রাদার্স ডেভিড ও সায়মন রিউবেন। কার্পেট ও স্ক্যাপ মেটালের ব্যবসায় সম্পদ গড়েছেন তারা, তাদের মোট সম্পদ ১৮.৬৬৪ বিলিয়ন পাউন্ড। এদিকে গত বছর শীর্ষ স্থানে থাকা ইনিয়োস ক্যামিকেল ফার্মের প্রতিষ্ঠাতা স্যার জিম র‌্যাটক্লিফ ছিটকে পড়েছেন তৃতীয় স্থানে, তার মোট সম্পদ ১৮.১ বিলিয়ন পাউন্ড, গত ১২ মাসে তার সম্পদ কমেছে ২.৯ বিলিয়ন। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ব্রেক্সিটের জন্য প্রচারণা করা স্যার জেমস দেসন, ১২তম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি, তার সম্পদ বেড়েছে এক বছরে ৩.১ বিলিয়ন পাউন্ড। টেক কোম্পানি প্রিপেইড ফিনেন্সিয়াল সার্ভিসের ৮১.৫ ভাগ শেয়ারের মালিক এই দম্পতির মোট সম্পদ ১২২ মিলিয়ন পাউন্ড। ব্রিটেনের সবচেয়ে ধনী নারী শ্রীগ্রিদ রাশিং ব্রিটেনের সবচেয়ে ধনী নারী, ষষ্ঠ স্থানে থাকা তার মোট সম্পদ ১২.২ বিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়