শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ১১:৫৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০১৯, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ও ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

এম এ হালিম,সাভার : সাভারে পৃথক ঘটনায় এক কিশোরে ঝুলন্ত মরদেহ এবং ট্রাক চাপায় নিহত পথচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নরসিংহপুর বেরন এলাকার একটি চামড়া শুকানোর মাঠ থেকে এবং রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৭ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর বেরন এলাকার একটি চামড়া শুকানোর মাঠ থেকে আসলাম (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত আসলাম ভোলা সদরের বাপতা গ্রামের আক্কাস আলীর ছেলে। সে স্থানীয় মেল্লাবাজার এলাকায় মৃত হাসেম দেওয়ানের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান বলেন, শনিবার সন্ধ্যায় আশুলিয়ার বেরন এলাকার হুইজহু ভাইজিয়া গ্লোবস কোম্পনী লিমিটেডের চামড়া শুকানোর খোলা মাঠের পাশে এক কিশোরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার কাছে ড্যান্ডি নামক মাদক পাওয়া গেছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্থ হয়ে হতাশার কারনে সে আত্মহত্যা করে থাকতে পারে।

অন্যদিকে রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজারের সালেহপুর এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত (৪৫) পরিচয় এক পথচারী মারা গেছে। এঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সকালে রাজধানী ঢাকা থেকে একটি দ্রুত গতির ট্রাক সাভারের দিকে আসছিল। এসময় ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় পৌছলে রাস্তা পাড় হওয়ার সময় এক পথচারীকে চাপা দেয়। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো বলেন, এঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়