শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ১০:৫৮ দুপুর
আপডেট : ১২ মে, ২০১৯, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরু হতে তৃতীয় আসর পর্যন্ত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিপিএল শুরু হলেও চতুর্থ ও পঞ্চম আসরে এতটা জাকজমকপূর্ণভাবে শুরু হয়নি বিপিএল। আর ষষ্ঠ আসরে জাতীয় সংসদ নির্বাচনের কারনে গতবারের মতোই বর্ণহীন ছিলো বিপিএলের শুরু হওয়া। তবে এবার বিপিএল ফিরে আসবে আবরো জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে। এমনটাই জানিয়েছেন বিপিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।

রোববার এ তথ্য দিলেন বিপিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। তিনি জানিয়েছেন, ‘নভেম্বরের শেষে বাংলাদেশ দল ভারত সফর থেকে আসবে। দল দেশে ফেরার পর কিছুদিন বিশ্রাম নেবে। ৪ ডিসেম্বর আমরা উদ্বোধনী অনুষ্ঠান করব। আর ৬ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে। গত তিনটি আসরে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি। সবকিছু ঠিক থাকলে মানে বড় ধরণের প্রাকৃতিক দূর্যোগ না হলে বা রাজনৈতিক সংকট না এলে ওই সময়ের মধ্যেই বিপিএল শুরু করে দেব। ৭ ফ্র্যাঞ্চাইজিকে আমরা ইতোমধ্যেই এই বিষয়ে চিঠি পাঠিয়েছি।’

বিগত আসরগুলোর বিবর্ণতা পরিহার করে এবারের আসরে বিপিএল আবারে স্বরূপে ফিরবে। ৪ ডিসেম্বর থেকে দর্শকরা উপভোগ করতে পারবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এ লিগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়