শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ১০:১০ দুপুর
আপডেট : ১২ মে, ২০১৯, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গির্জায় ‘খোলামেলা’ পোশাকে মানা, বিতর্কের মুখে মিশরের যাজক

মাকসুদা লিপি : গির্জায় খোলামেলা পোশাক পরিহার করতে নারীদের উপদেশ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন মিশরের একজন কপ্টিক যাজক। অনেকে সমালোচনামুখর হলেও কেউ কেউ পাশেও দাঁড়াচ্ছেন তার।

গত ৩০ এপ্রিল অর্থোডক্স ইস্টারের ভাষণে ‘অশালীন' পোশাকের জন্য খ্রীষ্টান নারীদের কঠোর সমালোচনা করেন ফাদার দাউদ লামে। মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠের একটি গির্জার এই পার্দ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। ডয়চে ভেলে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাউদ লামে-কে বলতে শোনা যায়, খোলামেলা ও অশালীন পোশাকে বালিকা ও নারীরা কেন গীর্জায় আসবে? যে এটা করবে সে শেষ বিচারের মুখোমুখি হবে।

তিনি আরও বলেন, যে পুরুষ তার স্ত্রী-কে এমন খোলামেলা পোশাকে বের হতে দেবে তাকেও স্রষ্টার সামনে বিচারের মুখোমুখি হতে হবে।
প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে অর্থোডক্স ইস্টার পালন করে থাকেন মিশরের প্রধান সংখ্যালঘু কপ্টিক খ্রীষ্টানরা৷ ১০ কোটি জনসংখ্যার মুসলিম দেশটিতে তাদের সংখ্যা ১২ শতাংশ।

ভাষণে নারীদের পোশাক নিয়ে কৌতুকও করেন ওই পার্দ্রী। অন্তত বড়দিনের সময় এমন তেজী পোশাক পরবেন না। কারণ ওই সময়ে বেশ ঠান্ডা থাকে। আমরা চাই সবসময়ই অমন ঠান্ডা থাকুক বলেন তিনি।

যাজকের এমন বক্তব্য নিয়ে গত এক সপ্তাহ ধরে মিশরের খ্রীষ্টান সম্প্রদায়ের মধ্যে বেশ বিতর্ক চলছে বলে উল্লেখ করা হয় এএফপির প্রতিবেদনে। অনেকে তার কঠোর সমালোচনা করছেন, আবার কেউ কেউ মনে করছেন-যাজক এমন উপদেশ দিতেই পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়