শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৮:০২ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যচুক্তি এখনই না করলে ২০২০ সালের পর তা অনেক কঠিন হবে, হুমকি ট্রাম্পের

আব্দুর রাজ্জাক : চলমান বাণিজ্যযুদ্ধ বিষয়ে চীনকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এ মন্তব্য করেন। তিনি বলেন, বেইজিংয়ের উচিৎ এখনই একটি চুক্তিতে সম্মত হওয়া নইলে ২০২০ সালে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদে তা অনেক কঠিন হয়ে পড়বে। এনডিটিভি, সিএনএন

শুক্রবার ওয়াশিংটনে চীনের প্রতিনিধিদের সঙ্গে ২ দিনের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এতে ক্ষুব্ধ ট্রাম্প সদ্য শেষ হওয়া আলোচনার বিষয়ে টুইটে বলেন, ‘হয়তো চীন ভাবছে আমরা তাদের সঙ্গে খুব খারাপ আচরণ করছি। তাহলে তাদের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি বেইজিংয়ের ভাগ্য ভালো হয় আর ডেমোক্রেটরা জয়ী হয় তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিবছর ৫০ হাজার কোটি ডলার জালিয়াতির কাজ অব্যাহত রাখতে পারবে।’

ট্রাম্প আরো বলেন, ‘কিন্তু একটা সমস্যা আছে। আগামী নির্বাচনে আমি জয়ী হতে যাচ্ছি এটা তারা জানে। এবং তখন এই চুক্তিটি তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। তাই বুদ্ধিমানের কাজ হলো এখনই তাদের একটি কার্যকর বাণিজ্যচুক্তি করা।’

বাণিজ্যযুদ্ধ অবসানে একটি চুক্তির ব্যাপারে আলোচনা অব্যাহত থাকার মধ্যেই শুক্রবার চীনের ২০ হাজার কোটি ডলারের পণ্যে আরো ১৫ ভাগ শুল্কারোপ করায় আন্তর্জাতিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বেইজিং প্রতিশোধমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় না দিয়ে আলোচনা অব্যাহত রাখতে চায়। প্রসঙ্গত, পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হলে চীনের আরো প্রায় ৩০ হাজার কোটি ডলারের পণ্যে শুল্ক বাড়ানোর হতে পারে বলে জানান বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথেজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়