শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের সরকার গঠনে আরও সময় চেয়েছেন নেতানিয়াহু

সান্দ্রা নন্দিনী : নতুন সরকার গঠনে প্রেসিডেন্টের কাছে বাড়তি আরও সময় চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহুর একজন মুখপাত্র এতথ্য নিশ্চিত করেন। রয়টার্স

তিনি জানান, হিব্রু উৎসব ও কয়েকটি জাতীয় দিবসের ছুটি এবং গত সপ্তাহে গাজায় ফিলিস্তিনের সঙ্গে লড়াইয়ের বিষয়ে ব্যস্ততা থাকার কারণ দেখিয়ে বাড়তি সময় চেয়ে আবেদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

গত ৯ এপ্রিল অনুষ্ঠিত দেশটির পার্লামেন্ট নির্বাচনে টানা পঞ্চম বারেরমত প্রধানমন্ত্রী থাকার লড়াইয়ে জয়লাভ করেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা চললেও এই গণভোটে তার পক্ষেই রায় দেয় দেশটির জনগণ। যদিও বরাবরই নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ নাকচ করে আসছেন নেতানিয়াহু।

ইসরায়েলি আইন অনুযায়ী, নতুন করে সরকার গঠনে ২৮দিন সময় পাবেন নেতানিয়াহু। তবে প্রয়োজনে আরও ১৪দিন সময় বাড়ানো যেতে পারে। আগামী ১৪ মে এই সময় শেষ হওয়ার কথা থাকলেও, নতুন করে সময়বৃদ্ধির আবেদন অনুমোদিত হলে সরকার গঠনে ২৯ মে পর্যন্ত সময় পাওয়া যাবে।

ভোটে জিতে সরকার গঠনের জন্য সমভাবাপন্ন প্রায় সকল ডানপন্থী, জাতীয়তাবাদী ও ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে দরকষাকষি করায় পেছনে সময় দিচ্ছেন নেতানিয়াহু। উল্লেখ্য, ইসরায়েলের ১২০ আসনবিশিষ্ট নেসেটে কখনই কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে সরকার গঠনে সবসময়ই জোটগঠন করতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়