শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইকে না পেয়ে বোনকে হত্যা, ‘বন্দুকযুদ্ধে’ হত্যাকারীও নিহত

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় ঘরে ঢুকে ভাইকে না পেয়ে বোনকে গুলি করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। এ ঘটনার পর পরই ওই দুর্বৃত্তদের প্রধান শাহআলম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জসহ (ওসি) চার পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বজ্রঘোনার কাছাকাছি কল্পলোক আবাসিক এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

তিনি বলেন, বুবলী আক্তার (২৮) হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্ত শাহআলম বজ্রঘোনার কল্পোলক আবাসিক এলাকায় অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহআলম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনসহ চার পুলিশ সদস্য আহত হন।

পরে ঘটনাস্থল থেকে শাহআলমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়