শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০২:২২ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরনো নেতা, পুরনো বক্তব্য, পুরনো রাজনীতি দিয়ে কোনো ফল হবে না: আবুল কাসেম ফজলুল হক

লিয়ন মীর : পুরনো রাজনৈতিক কৌশলে পুরনো নেতার পুরনো বক্তব্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটে কোনো ফল হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গন এখন আর আগের জায়গায় নেই, পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল বা নেতা যদি মনে করে আগের মতো রাজনীতি করে এবং রাজনৈতিক চাল দিয়ে পার পেয়ে যাবে, লক্ষ্যে পৌঁছাতে পারবে সেটা ভুল ধারণা।

তিনি বলেন, সব দলকেই রাজনৈতিক কৌশল বদলাতে হবে। নতুন করে শুরু করতে হবে। এই শুরু করাটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বামদলসহ সব দলের জন্যই সমান প্রয়োজন। যারা নতুনত্বকে মেনে নিতে পারবে না বা শুরু করবে না তারা পিছনে পড়ে যাবে। নতুন কৌশলে থাকতে হবে। এই কৌশল থেকে কারোই বের হওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন রাজনীতি এখন আর আগের মতো নেই। এটা যারা উপলব্ধি করতে না পারবে অথবা যারা বুঝেও গোঁড়ামি করবে তারা উঠে দাঁড়াতে পারবে না। প্রতিপক্ষের সঙ্গে রাজনৈতিক কৌশলে পেছনে পড়বে। তাই সব দলের উচিত বাস্তবতা বুঝে পদক্ষেপ গ্রহণ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়