শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০২:২৪ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বন্দর নগর গোয়াদার-এ পাঁচতারকা হোটেলে বন্দুক দিয়ে হামলা, এক নিরাপত্তাকর্মী নিহত

আসিফুজ্জামান পৃথিল : পাকিস্তানের বন্দর নগরী গোয়াদরের একটি পাঁচতারকা বিলাসবহুল হোটেলে হামলা চালিয়েছে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী। এ ঘটনায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। বালুচিস্তান রাজ্যের এই বন্দরটিকে চীনের সহযোগীতায় গড়ে তুলছে পাকিস্তান। জানা গেছে কমপক্ষে ৩ জন বন্দুকধারী হামলায় অংশ নেয়। নিরাপত্তা বাহিনী পার্ল ইন্টারন্যাশনাল হোটেলে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় শিকার করেছে। বিবিসি, ইয়ন নিউজ, ডন।

বহু অতিথিকে হোটেল থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে পাকিস্তান জানায়। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা এই খালি করার খবরটি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, হামলাকারীরা হোটেলের ২য় তলায় উঠতে সক্ষম হয়েছে। গুয়াদর স্টেশন হাউজ অফিসার আসলাম বানগুলজাই এর উদ্ধৃতি দিয়ে ডন নিউজ জানিয়েছে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি চলছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি জানিয়েছে চীনসহ বিদেশী বিনিয়োগকারীদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েওেছ। গোয়াদারের উন্নয়ন এবং বিদেশী বিনিয়োগের শুরু থেকেই বিরোধীতা করে আসছে বিচ্ছিন্নতাবাদী দলটি।

গোয়াদর এর কোহ-ই-বাতিল হিল এলাকায় অবস্থিত পার্ল কন্টিনেন্টাল হোটেল। এই পাঁচ তারকা হোটেলে যেমন পর্যটকেরা ভিড় জমান, তেমনি ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তিরাও এখানে এসে থাকেন। সপ্তাহখানেক আগেই গোয়াদরের ওরমারায় বন্দুকধারীদের গুলিতে নিহত হন ১৪ জন। এর মধ্যে পাকিস্তানের নৌবাহিনীর ১১ সদস্য, বিমানবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও রয়েছেন। বর্তমানে ওই এলাকার স্থানীয় বন্দরের উন্নয়নকাজ করছে চীন। মূলত যোগাযোগ ও বাণিজ্য সম্পর্ক উন্নত করতেই এই কার্যক্রম চালাচ্ছে চীন। এ কাজে সহায়তা করছে স্থানীয় রাজ্য সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের বন্দুকযুদ্ধ চলছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়