শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০১:৫০ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানের প্রথম জুমায় জেরুজালেমে ১ লাখ ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়

ইমরুল শাহেদ : রমজান মাসের প্রথম শুক্রবার জেরুজালেমের আল-আকসা মসজিদে এক লাখ ৮০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছে। ওয়াকফ অর্গেনাইজেশনের এই তথ্য থেকে জানা যায়, গত বছরের তুলনায় এবার ৬০ হাজার মুসল্লি বেশি হয়েছে। গত বছর হয়েছিল এক লাখ ২০ হাজার মুসল্লি। ওয়াকফর মহাপরিচালক আজ্জম আল-খতিব বলেছেন, চেকপোস্ট এবং বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও এতো লোক আল-আকসায় উপস্থিত হয়েছেন। তিনি বলেন, নামাজ শেষ হয়েছে কোনো দুর্ঘটনা ছাড়াই। -ডন

পূর্ব জেরুজালেমের এই এলাকাটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান। একইসঙ্গে ইসরায়েল-ফিলিস্তিনের দ্বন্দ্বেরও কেন্দ্রস্থল। আল-আকসা মসজিদের এলাকাটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। এটা ইহুদিদেরও পবিত্র স্থান।

জেরুজালেম-পশ্চিম তীরের সীমান্তে একজন ফটোগ্রাফার হাজার হাজার ফিলিস্তিনিকে শুক্রবার সকাল থেকেই জমায়েত হতে দেখেছেন। আহতদের অনেকে এসেছেন হুইল চেয়ারে বসে। ফিলিস্তিন ও ইসরায়েলি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ে উন্নতি হয়েছে এ বছর। ফটোগ্রাফার বলেছেন, এতে জেরুজালেমে প্রবেশের পথ সহজ হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের বিধিনিষেধ রমজান মাসের জন্য অনেকটাই শিথিল করা হয়েছে। সেখানে রমজান মাস শুরু হয়েছে সোমবার।

ইসরায়েলি সেনা বাহিনী বলেছে, বয়স যাদের ৪০ বছরের উপরে এবং যাদের বয়স ১২ বছরের নিচে তাদের জেরুজালেম প্রবেশে রমজান মাসের জন্য কোনো বাধা নেই। নারীদের ওপর কোনো বাধাই নেই।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ ইউনিট এবং সীমান্ত পুরনো টহলরত রয়েছেন যাতে শহরে প্রবেশে কারো কোনো অসুবিধা না হয়। তারা সতর্ক থেকেছেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

ইসরায়েলিরা মনে করে জেরুজালেম তাদের দেশের রাজধানী এবং ফিলিস্তিনিরা ভাবে পূর্ব জেরুজালেম তাদের দেশের ভবিষ্যত রাজধানী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়