শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে সম্পৃক্ততার কারণে ১১টি প্রতিষ্ঠান নিষিদ্ধ পাকিস্তানে

ইমরুল শাহেদ : পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র থাকার কারণে ১১টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। ইয়নটিভি

সূত্রটি জানিয়েছে, ন্যাশনাল অ্যাকশন প্লানের আওতায় কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ ঘোষিত জামাত উদ দাওয়া, ফিলাহ হি ইনসানিয়াৎ ফাউন্ডেশন এবং জৈশ-ই-মোহাম্মদের মতো গ্রুপগুলোর সঙ্গে সম্পৃক্ততা পাওয়ার কারণে এসব প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগ্রেডিয়ার (অব) ইজাজ শাহ অ্যান্টি-টেরররিজম অ্যাক্ট ১৯৯৭ অনুসারে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নিয়েছেন। এই আইনে কোনো প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা বা পর্যবেক্ষণে রাখার ক্ষমতা প্রদান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে।

সূত্রগুলো জানিয়েছে, সিটিডি লাহোর এবং সিটিডি করাচি এই প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন পর্যবেক্ষণের পর নিষিদ্ধ করার সুপারিশ করেছে। এই ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আল আনফল ট্রাস্ট, ইদারা-ই-খিদমত-ই-খালক, আল দাওয়াত উল ইরশাদ, আল ফজল ফাউন্ডেশন এ্যান্ড ট্রাস্ট, মোস্ক এ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, আল মদীনা ফাউন্ডেশন, মোয়াজ বিন জাবল এডুকেশন ট্রাস্ট, আল ইশার ফাউন্ডেশন, আল রাহমত ট্রাস্ট অর্গেনাইজেশন, আল হামাদ ট্রাস্ট এবং আল ফুরকান ট্রাস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়