শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০১:৪১ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুল্যন্স ও জীপ গাড়ীর চাবি হস্তান্তর করলেন ব্যারিস্টার শামীম পাটোয়ারী এমপি

রফিকুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একটি এ্যাম্বুল্যন্স ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার একটি জীপ গাড়ী চাবি হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইয়াকুব আলী মোড়লের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ও প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, উপজেলা জাপার সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাপার চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব খোকন, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আশরাফুল ইসলাম প্রমূখ। এমপি শামীম বলেন, সুন্দরগঞ্জ উপজেলার সকল জনগণের জন্য একটি স্বাস্থ্য ডাটাবেজ তৈরি করা হবে।

প্রতিটি কমিউনিটি ক্লিনিকে হার্টের রোগীদের জন্য সেবা প্রদান নিশ্চিত করা হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ও বেসরকারিভাবে প্রসূতি মা’দের সিজারের ব্যবস্থা করা হবে। আগামী ৩ বছরের মধ্যে সুন্দরগঞ্জকে স্বাস্থ্য সেবায় মডেল উপজেলা হিসেবে পরিণত করা হবে। পরে স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তার হাতে এ্যাম্বুল্যন্স ও জীপ গাড়ীর চাবি হস্তান্তর করেন এমপি শামীমসহ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়