শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০১:৩৩ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ দলীয় জোটকে আলোচনার মাধ্যমে ভুলত্রুটি সংশোধনের পরামর্শ সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের

মোহাম্মদ মাসুদ : বিএনপির নির্বাচিত সদস্যদের সংসদে যোগ দেয়াকে কেন্দ্র করে ভাঙ্গনের মুখে পড়েছে দলটির ২০ দলীয় নেতৃত্বাধীন জোট বিএনপি। এরই মধ্যে জোট ছেড়েছে বিজেপি এবং জোট ছাড়ার হুমকি দিয়েছে লেবার পার্টিও। তবে বিএনপির নেতারা বলছেন দু’একটি দল জোট ছাড়েলে দলের কোনো ক্ষতি হবেনা, আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর কথা বলছেন তারা। যমুনা টিভি

জাতীয় নির্বাচনের ফলাফল বর্জনের পরেও সংসদে যোগ দেয়ার ঘটনায় বিএনপির ওপর ক্ষুব্ধ ২০ দলীয় জোটের অধিকাংশ দল। এরই জের ধরে ৬ই মে ২০ দলীয় জোট ছাড়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি।

বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, যদি বিএনপি ঐক্যফ্রন্টকে পরিত্যাগ না করে সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করবো ২০ দলীয় জোটে থাকবো কিনা। ২৪ তারিখে আমাদের সিদ্ধান্ত জোট এবং দেশবাসীকে জানাবো।

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, সংসদে যাওয়ার পক্ষে তখনও ছিলাম না, এখনও নেই। করণীয় হলো ২০ দলীয় জোটটিকে পুর্ণগঠন করা, জোটের ভেতরে আলাপ আলোচনা করা, ভুল-ত্রুটি চিহ্নিত করা এবং সংশোধন করে এগিয়ে যাওয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেন, যে সিদ্ধান্তগুলো আমরাই নিয়েছি, যেহেতু তারা শরীক দল তারা দবি করতে পারে তাদের একটা মতামত। ভাঙ্গার কোনো যৌক্তিক কারণ দেখি না। ভাঙলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আর বাকিরা লাভোবান হবে সেটাও না এবং বিএনপি যদি সংগঠিত অবস্থায় থাকে তাদের একলা চলার সার্মথ্য আছে।

২০ দলীয় জোটে অস্থিরতার পেছনে নিজেদের দায় স্বীকার করেছেন বিএনপি নেতারা এবং আলাপ আলোচনার মাধ্যমে সব দূরত্ব ঘোচানের চেষ্টা করা হবে বলে জানান বিএনপির জৈষ্ঠ্য নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়