শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ১২:০৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০১৯, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ক্লাবই কিনে নিচ্ছে বেলকে

স্পোর্টস ডেস্ক : সময়টা একেবারেই খারাপ যাচ্ছে ওয়ালসের তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেলের। সান্তিয়াগো বার্নাব্যুতে ৫ বছর কাটালেও সেভাবে জ্বলে ওঠা হয়নি কখনো। যখন রোনালদো জুভেন্টাসে গেলো তখনও সবাই ভেবেছিল রিয়ালের সব ভার এবার বেলের কাঁধে এসে পড়বে। কিন্তু সে ভার নিতে পারেননি বেল। ফলে তাকে ছেড়েই দিতে হচ্ছে।

টটেনহ্যাম থেকে ২০১৩ সালে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন গ্যারেথ বেল। প্রথম মৌসুমেই জিতে নিয়েছিলেন বার্নাব্যুর দর্শকদের মন। তবে গেল কয়েক মৌসুমের বাজে পারফরম্যান্সে সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে রিয়াল ছাড়ছেন বেল।

বার্সেলোনার বিপক্ষে কোপা দেলরের ফাইনালে ঐতিহাসিক সেই গোল। অথবা বায়ার্ন মিউনিখের বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙা গোলের এসিস্ট। সেই গ্যারেথ বেল যেন মিলিয়ে গেছেন হাওয়ায়।

টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জয়ের শেষবারে লিভারপুলের বিপক্ষে ফাইনালে করেছিলেন জোড়া গোল। আর ২০১৪ সালে দশম চ্যাম্পিয়নস লিগ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফাইনালে অ্যাতলেটিকোর বিপক্ষে গোলও করেছিলেন।

তাহলে কোন দলে পাড়ি জমাচ্ছেন এই ব্রিটিশ ফুটবলার? সাবেক টটেনহ্যাম ফুটবলার টিম শেরউড সেই জবাবটাই দিয়েছেন। ‘ইংলিশের লিগের কোন দলে যোগ দেওয়ার থেকে চায়নাতে যাওয়ার সম্ভবনায় বেশি বেলের।’ এমনটাই জানিয়েছেন তিনি।

মৌসুমের অর্ধেকের বেশি সময় ইনজুরি আক্রান্ত থাকেন এই ওয়েলশ ফুটবলার। আর এ কারণেই ইউরোপের সেরা ক্লাবগুলো বেলের প্রতি আগ্রহী নয়। আর সে সাথে তার ১৫ মিলিয়ন ইউরোর পাহাড়সম বেতন তো রয়েছেই। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জিনেদিন জিদান পরিষ্কার ভাবে জানিয়েছেন দলে জায়গা পাবেন না বেল। আর নতুন ঠিকানাও খুঁজে নেওয়ার কথাও বলেছেন তাকে।

দল বদলের মৌসুম পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে গ্যারেথ বেলের সম্ভাব্য নতুন ঠিকানা জানার জন্য। তবে ইংলিশ লিগের ক্লাবের থেকে চায়নার কোন ক্লাবে যাওয়ার সম্ভবনাটায় ভাসছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়