শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ১২:১১ দুপুর
আপডেট : ১২ মে, ২০১৯, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধাপরাধে এবার ৩৮তম রায়ের অপেক্ষা

অশোকেশ রায় : টাঙ্গাইলের মির্জাপুরের মাহবুবুর রহমানের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে দানবীর রণদা প্রসাদ সাহা (আরপি সাহা) ও তার ছেলে হত্যাসহ তিনটি গণহত্যার অভিযোগ আনা হয়েছে। বাসস

চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন। এটি হবে মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধ মামলার ৩৮তম রায়।

গত ২৪ এপ্রিল উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। আসামি মাহবুবুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।
গত বছরের ২৮ মার্চ এ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়। ২২ এপ্রিল প্রসিকিউশনের সূচনা বক্তব্যের (ওপেনিং স্টেটমেন্ট) পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আসামির সর্বোচ্চ সাজার আরজি জানিয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।

রণদা প্রসাদ সাহার পৈত্রিক নিবাস ছিল টাঙ্গাইলের মির্জাপুরে। সেখানে তিনি একাধিক শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। এক সময় নারায়ণগঞ্জে পাটের ব্যবসা করেন রণদা প্রসাদ সাহা। থাকতেন নারায়ণগঞ্জের খানপুরের সিরাজদিখানে। সে বাড়ি থেকেই তাকে, তার ছেলে ও অন্যদের ধরে নিয়ে যান আসামি মাহবুবুর রহমান ও তার সহযোগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়