শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণের জীবন বাঁচিয়ে প্রশংসিত নারী বাসচালক, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এক নারী বাসচালক। নিশ্চিত দুর্ঘটনা থেকে এক তরুণকে বাঁচিয়েছেন তিনি।

‘নাইস সেভ’, ‘গুড গ্রাব’ বলে ঘটনাটিকে প্রকাশ করছেন নেটজনতা। অনেকে ওই বাসচালককে স্যালুট জানিয়েছেন।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ভিডিও আপলোড হয়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, বাস থেকে নামতে দরজার সামনে এসে অপেক্ষা করছেন এক তরুণ। তাকে নামাতে যথারীতি বাসকে স্টপে থামান এর চালক। সয়ংক্রিয় দরজা খুলতে না খুলতেই তরুণ দ্রুত বাস থেকে নামতে যায়। ঠিক তখনই পেছন থেকে সিটে বসেই বাসচালক ওই তরুণের জামাকে খামচে ধরেন। তিনি ‘নো নো’ বলে চিৎকার করে ওঠেন। আর এ ঘটনার সময়ই দেখা যায় বাসের দরজার পাশ কেটে দ্রুতবেগে একটি গাড়ি যাচ্ছে। তরুণকে না আটকালে ওই গাড়ি উড়িয়ে নিয়ে যেত তাকে। একমাত্র ওই বাসচালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ওই তরুণ।

নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ফক্স ফাইভ জানিয়েছে, গত এপ্রিলের ২৬ তারিখে নিউইয়র্কের নরউইচ স্কুল ডিস্ট্রিক্টের একটি বাসে এ ঘটনাটি ঘটে। বাসের ক্লোজ সার্কিট ( সিসি) ক্যামেরায় ধারণ করা ঘটনাটি কেউ একজন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়।

সংবাদমাধ্যমটি আরও জানায়, দুর্ঘটনা থেকে তরুণকে রক্ষাকারী ওই নারী বাসচালকের নাম সামান্থা কল।

ভিডিওটি দেখুন -

  • সর্বশেষ
  • জনপ্রিয়